বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রামকে নগরবাসীর প্রিয় শহরে পরিণত করতে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। প্রত্যেককে মনে করতে হবে চট্টগ্রাম আমার শহর। কাজের মধ্যে মমত্ববোধ সৃষ্টি করতে হবে। শুধু মেয়র একা নয়, কর্পোরেশনের ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন করলে নগরবাসী সুফল পাবেন। গতকাল (শনিবার) সিটি কর্পোরেশনের প্রকৌশল যান্ত্রিক শাখার সাগরিক ইয়ার্ডে বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ পুনর্বাসন, উন্নয়ন ও একটি অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় নতুন ক্রয়কৃত অ্যাসফল্ট প্ল্যান্ট ও বিভিন্ন যন্ত্রপাতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ আজম, শফিউল আলম, জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, আঞ্জুমান আরা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক।
প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাগরিকা ইয়ার্ডে স্থাপিত অ্যাসফল্ট প্ল্যান্টসহ প্রায় ২শ কোটি টাকার কার্যক্রমের বিশদ বর্ণনা দিয়ে বলেন, নগরীর সড়ক উন্নয়ন ও মেরামত কাজ মানসম্মত এবং দ্রæত করার লক্ষ্যে অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপিত হলো। এটি আয়বর্ধক প্রকল্পে হিসেবেও চসিকের অর্থনীতিতে অবদান রাখবে। মেয়র বলেন, ২ বছর ৮ মাসের মাথায় সাগরিকা ইয়ার্ডের আমূল পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, সাগরিকা ইয়ার্ডে ল্যাবরেটরী, বহুতল ভবনসহ আরও বহু প্রকল্প বাস্তবায়িত হবে। মেয়র দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ব্যাক্তি স্বার্থ পরিহার করে নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানের প্রতি দরদী হয়ে উৎসাহের সাথে দায়িত্ব ও কর্তব্য পালনের আহবান জানিয়ে বলেন, কর্মচারীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। তিনি কর্মকর্তা-কর্মচারী ধারণায় না রেখে নগরের একজন হিসেবে নাগরিক সেবায় মনোযোগী হতে সকলকে পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে মেয়র চালকদের মাঝে ইউনিফরম বিতরণ করেন।
এরআগে এডিপি ও সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নগরীর সাগরিকা ইয়ার্ডে জার্মানীর প্রযুক্তিতে নির্মিত ঘণ্টায় ১শ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন অ্যাসফল্ট প্ল্যান্ট, ৫০টন ক্ষমতা সম্পন্ন ২টি ওয়েব্রীজ, সিসি ক্যামেরা, রাস্তা উন্নয়ন, নালা নির্মাণ, স্টক ইয়ার্ড নির্মাণ, প্ল্যান্ট অফিস ও সাবস্টেশন নির্মাণ, ডাম্প ট্রাক, পে-লোডার, টায়ার রোডার, ভাইব্রেটর রোলার, পেভার মেশিন, টেলিস্কোপ ক্রেন, হুইল ডোজার, জীপ, প্রাইম মোভার, জেনারেটর, ওয়াইফাই সংযোজন সহ নানামুখি ১শ ৯৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকার উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও মোনাজাতের মধ্যদিয়ে উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধন শেষে মেয়র অ্যাসফল্ট প্ল্যান্টসহ যাবতীয় উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।