মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বে সবচেয়ে বিপজ্জনক ৫০টি শহরের ১৭টিই ব্রাজিলের, আর এর পরের অবস্থানটি মেক্সিকোর। সহিংসতার বিরুদ্ধে কাজ করে আসা মেক্সিকোর প্রতিষ্ঠান সিকিউরিটি, জাস্টিস অ্যান্ড পিস-এর করা এই তালিকায় অধিকাংশ শহরই মধ্য ও দক্ষিণ আমেরিকার। শীর্ষ ৫০টির তালিকায় যুক্তরাষ্ট্র ও আফ্রিকার শহর আছে গুটিকয়েক। এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কোনো শহর এই তালিকায় আসেনি। ২০১৭ সালে শহরগুলোতে সংঘটিত হত্যাকান্ডের হারের ভিত্তিতে এই তালিকাটি করেছে ‘সিকিউরিটি, জাস্টিস অ্যান্ড পিস’। প্রতি এক লাখ মানুষে কয়জন হত্যাকানেডর শিকার হন, তা ভিত্তিতে করা হয়েছে এই তালিকা। তালিকার বেশিরভাগ শহর ব্রাজিলের হলেও সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে উঠে এসেছে মেক্সিকোর লস কাবোসের নাম। শহরটির প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে সহিংসতা। মেক্সিকোতে গত বছর ২৯ হাজার হত্যাকান্ড ঘটে; ১৯৯৭ সালের পর এটাই সর্বোচ্চ সংখ্যক। মেক্সিকোয় সাগরপাড়ের সুন্দর শহর লস কাবোসই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসেবে তালিকায় উঠে এসেছে। লস কাবোস শীর্ষ ১০-এ থাকা মেক্সিকোর শহরগুলো হল- অ্যাকাপুলকো (তৃতীয়), তিজুয়ানা (পঞ্চম), লা পাস (ষষ্ঠ) ও ভিক্তোরিয়া (অষ্টম)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিলের নাতাল, চতুর্থ স্থানে ব্রাজিলের ফোর্তালেসা, নবম স্থানে রয়েছে ভেনেজুয়েলার গুয়ায়েনা এবং দশম স্থানে রয়েছে ব্রাজিলের বোলেম। মেক্সিকোর ১২টি শহরের নাম এই তালিকায় রয়েছে। জ্যামাইকা, হন্ডুরাস, পুয়ের্তো রিকো, কলম্বিয়া, এল সালভেদর ও গুয়েতেমালার শহরও রয়েছে বিপজ্জনক তালিকায়। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, বাল্টিমোর, নিউ অরলিয়েন্স ও ডেট্রয়েট স্থান করে নিয়েছে শীর্ষ ৫০-এর তালিকায়। মধ্য ও দক্ষিণ আমেরিকার বাইরে দক্ষিণ আফ্রিকার তিনটি শহর রয়েছে এই তালিকায়; সেগুলো হল কেপটাইন, ডারবান ও নেলসন ম্যান্ডেলা বে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।