Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চীন সীমান্তে বস্তাভর্তি কাটা হাত উদ্ধার

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চুরির শাস্তি নাকি নেপথ্যে পাচার? বস্তা থেকে ২৭ জোড়া কাটা হাত উদ্ধারের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাইবেরিয়া পুলিশের মাথায়। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য সম্ভাব্য কারণও। সমপ্রতি চীন সীমান্তের কাছে সাইবেরিয়ার খাবরোবক্স শহর থেকে অনতি দূরে এক নদীর পাড়ে মানুষের কাটা হাত দেখতে পান স্থানীয়রা। সেই সূত্র ধরে অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা সামনে আসে। একটি বস্তার মধ্যে থেকে উদ্ধার হয় আরও কাটা হাত। এরপর জানা যায় সেই ব্যাগের মধ্যে রয়েছে ২৭ জোড়া মানুষের হাত। মানে ৫৪টি হাত। সবক’টি হাত কবজি থেকে কাটা। পুলিশ এসে হাতগুলি বরফের ওপর রেখে ছবি তোলে। জিজ্ঞাসাবাদ করে স্থানীয় বাসিন্দাদের। হাত গুলি কাদের, কোথা থেকে সেগুলি এসেছে, কারা ব্যাগ ফেলে দিয়ে গেছে, সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ