প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: মাইম শিল্পী নিথর মাহবুব দূরন্ত টিভির ‘টিরিগিরি টক্কা’ ধারাবাহিক নাটকে বজলু চোর চরিত্রে অভিনয় করে আলোচিত হচ্ছেন। এছাড়া বৈশাখী টিভিতে ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এ অভিনয় করেও আলোচনায় এসেছেন। সম্প্রতি শেষ করেছেন শিহাব শাহীন-এর পরিচালনায় এক ঘন্টার ‘বাস্টপ’ নাটকের কাজ। তিনি বেশকিছু টিভি নাটক, বিজ্ঞাপন ও ক্রিয়েটিভ মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তার অভিনিত প্রথম চলচ্চিত্র মোহাম্মদ হান্নান এর ‘শিখন্ডী কথা’, প্রথম ধারাবাহিক নাটক ‘ললিতা’, প্রথম বিজ্ঞাপন বাংলালিংক হ্যাল্থলিংক, প্রথম মিউজিক ভিডিও ক্লোজাপ ওয়ান তারকা রাজীবের ‘জেগে উঠো’। স্কুল জীবনে ছবি আঁকার মাধ্যমে এলাকায় এবং বন্ধুমহলে পরিচিতি লাভ করেন নিথর মাহবুব। ইচ্ছে ছিল চারুকলায় ভর্তি হবেন, কিন্তু ঝুঁকে পড়েন সঙ্গীত চর্চায়। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি থেকে তিনি রবীন্দ্র সঙ্গীতে প্রশিক্ষণ নেন। এইসময় ঢাকায় মাসুদ সেজান-এর আবৃত্তি সংগঠন স্বরশীলনেও কাজ করতেন তিনি। পরবর্তিতে নরসিংদীতে স্থানীয়দের নিয়ে নিজেই তৈরি করেন নাটকের সংগঠন নাট্যশীলন। শুরু হয় সাংগঠনিক ভাবে মাইম এবং থিয়েটার চর্চা। ২০০২ সালে নাট্য সংগঠন স্বপ্নদলে কাজ শুরু করেন। ২০০৬ সালে স্বপ্নদল থেকে বের হয়ে উদীচীর সঙ্গীত বিভাগে যুক্ত হন। ২০০৭ সালে নাটুকে থিয়েটারের হয়ে আবার নাট্য চর্চা শুরু করেন। দলটির ‘তমসা’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন। নাটুকের ‘নাউ ইউ সি ইট’, ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকেও তিনি অভিনয় করেন। এ পর্যন্ত ৮টি মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। মঞ্চে অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে একক মাইমও পরিবেশন করতেন। ২০০৮ সালে নিথর মাহবুব ঢাকায় গড়ে তোলেন মাইম এর সংগঠন মাইম আর্ট। দলের প্রযোজনায় ‘লাইফ ইজ বিউটিফুল’ এ একক মূকাভিনয় করে প্রশংসিত হন। তার রচনা ও নির্দেশনায় মাইম আর্ট এর আরেক প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।