রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ড. ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডাংমড়কা বাগুয়ান বাজারপাড়া গ্রামে আগুনে পোড়া অসহায় ১৭ পরিবারেকে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন ড. ফজলুল হক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন ড. ফজলুল হক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল হক ও সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম। ঢেউটিন বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বকারী আফজাল হোসেন, ব্যবস্থাপক মোশারফ হোসেন এবং মো, জাফর ইকবাল মিথুন ও রবিউল ইসলামসহ স্থানীয় সুধীজন।
উল্লেখ্য গত সোমবার গভীর ও রাতে উপজেলার ডাংমড়কা-বাগুয়ান বাজারপাড়া গ্রামে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা বিভিন্ন বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত ১৭ বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে ব্যাপক ক্ষতি হলে তারা খোলা আকাশের নীচে অবস্থান করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।