Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসন্ত উৎসব ঘিরে কুমিল্লার প্রাত:ভ্রমণকারীদের মিলনমেলা

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার: প্রতিদিন ভোরের নির্মল পরিবেশে ভিন্ন ভিন্ন পেশার বিভিন্ন বয়সের মানুষগুলোর পথচলার মধদিয়ে পারস্পারিক বন্ধনের পথ ধরে গড়ে ওঠা কুমিল্লার প্রাত:ভ্রমনকারিদের সংগঠন আমরা তোমাদের ভুলবনা’র সদস্যরা শুক্রবার মেতে উঠেছেন ফাগুনের শেষ সময়ের বসন্ত উৎসবে। কুমিল্লা নগর উদ্যানের পাশে ঐতিহাসিক ধর্মসাগরের গা-ঘেঁষে রানীর কুঠি প্রাঙ্গণে সংগঠনের নবীন-প্রবীণ সদস্যদের মিলনমেলা বসে।
বয়সের দিক থেকে বেশিরভাগই প্রবীণ। তাই বলে ফেলে আসা তারুণ্যের আমেজ হারিয়ে যায়নি। প্রতিবছর বসন্ত এলেই এক ভিন্ন আমেজে মেতে উঠেন এসব মানুষগুলো। প্রবীণের পাশাপাশি নবীন সদস্যও রয়েছেন। বসন্ত উৎসবে কেবল সংগঠনের সদস্যরাই নন, তাদের পরিবারের অনেকেই সামিল হয়েছেন রানীর কুঠিরের বর্ণিল আয়োজনে। দুপুরে প্রীতিভোজের পর উৎসব কথনে অংশ নেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের অ্যাডভোকেট ফজলুর রহমান, সৈয়দ আবদুল্লাহ পিন্টু, অধ্যাপক আবুল বাশার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক চৌধুরী, অর্থ সম্পাদক এটিএম মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিটিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম রতন ও একুশে টিভির হুমায়ুন কবীর রনি। বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করেন জসিম, সাথী, আতিক সুমন, আরজু, সাদিক মামুন, মহসীন। সবশেষে র‌্যাফল ড্র পর্বের মধ্যদিয়ে বসন্ত উৎসবের বর্ণিল আয়োজনের পর্দা নামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলনমেলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ