Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা হতে বিশ্ববিদ্যালয় মমতাজ উদ্দিন কলাভবনের সামনে দর্শন চত্বরে এ আর্ন্তজাতিক সেমিনারের আয়োজন করা হয়। তিন পর্বে অনুষ্ঠিত এ আর্ন্তজাতিক সেমিনারের আলোচনা ও প্রবন্ধ উপস্থাাপন করেন ভারতের যাদপপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মধুমিতা চট্রোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক সন্তোস কুমার পাল , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশিদা আখতার খানম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আনারুল্লাহ ভূঁইয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. মো. লুৎফর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এম শফিকুল আলম, ড. এন এইচ এম আবু বকর প্রমুখ। আর্ন্তজাতিক এ সেমিনারে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়জন আলোচক এবং বারোজন প্রবন্ধকার অংশ গ্রহন করেন। অনুষ্ঠিত সেমিনারে দুটিতে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং একটি সেমিনারে সভাপত্বি করেন প্রফেসর আব্দুল হামিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ