Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুধবারের মধ্যেই নতুন সরকার জার্মানিতে

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে সরকার গড়ার পথে যে বাধাগুলো ছিল তার শেষটি দূর হচ্ছে আগামী সোমবার। ওইদিন জোটবদ্ধ হওয়ার চুক্তিতে স্বাক্ষর করবে শরিক দলগুলো। তারপর বুধবার নতুন মন্ত্রিসভা শপথ নিলেই আবার সক্রিয় সরকার পাবে জার্মানি। চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের নেতৃত্বে নতুন মহাজোট সরকার কার্যকাল শুরু করলেও নতুন মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত রয়েছে। খবর রয়েছে মের্কেলের অনুগত ২ সদস্যও স্থান পাচ্ছেন না নতুন মন্ত্রিসভায়। বলা হচ্ছে সিডিইউ দলের মধ্যে চাপের মুখে মের্কেলকে মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করতে হচ্ছে। নতুন সরকারের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, যার মধ্যে অনেকগুলো গত মহাজোট সরকারের আমলেই দানা বাঁধছিল। জার্মানির একাধিক শহরে মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ডিজেল গাড়ির ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। গাড়ি শিল্পের ক্ষতি না করে কোম্পানিগুলির অসৎ আচরণের জন্য শাস্তির দাবি বাড়ছে। তবে বিদায়ী মহাজোট সরকারের মন্ত্রিসভার সম্ভাব্য শেষ বৈঠকটিও গুরুত্বপূর্ণ। কারণ ওই বৈঠকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জার্মান সেনাবাহিনীর অভিযানের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ