বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাবি সংবাদদাতা : দেশের প্রথম নারী ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, ‘পৃথিবীতে প্রাচীনতম বৈরী সম্পর্ক হচ্ছে লিঙ্গীয় সম্পর্ক। এই বৈরী সম্পর্ক বদলাতে নানাবিধ কাজ করতে হবে। পুরুষতান্ত্রিক পরিবার কাঠামোতে পরিবর্তন আনতে হবে। নারী-পুরুষ বৈষম্যমূলক আইন পরিবর্তন করতে হবে। মনস্তাত্তি¡ক চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে হবে। এভাবে নারী-পুরুষের মাঝে বিদ্যমান বৈষম্য দূর করতে পারলেই দেশ এগিয়ে যাবে।’ গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘এখনই সময় এগিয়ে যাবার, নারীর জীবন বদলে দেবার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি। ভিসি আরো বলেন, ‘যার যা কিছু আছে, মানুষ তা ছাড়তে কার্পণ্য করে। পুরুষতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠিত পুরুষের আধিপত্যবাদ ছাড়তে হবে। সমাজ, সংসারের অগ্রযাত্রায় নারীকেও সমান্তরালে অংশীদার করতে হবে।’ এছাড়া দিবসটি উপলক্ষে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, মহিলা ক্লাব, স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষক প্রমুখ অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।