নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আমন্ত্রণমূলক টেনিস টুর্নামেন্টের প্রথম দিন জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে দু’টি একক ও একটি দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম এককে মালয়েশিয়ার নওফল সিদ্দিক বিন কামরুজ্জামান বাংলাদেশের অমল রায়কে হারিয়ে ১-০ ম্যাচে এগিয়ে যান। কিন্তু দ্বিতীয় এককে বাংলাদেশের মামুন বেপারী মালয়েশিয়ার তালহা বিন মোহাম্মদ রাহিজামকে হারালে ১-১ এ সমতায় ফেরে। সর্বশেষ জয়-পরাজয় নির্ধারনী দ্বৈতের খেলায় বাংলাদেশের অমল রায় ও রঞ্জন রাম জুটি ও মালয়েশিয়ার মুহাম্মদ আইমান বিন হামদান ও আজরুল এখসান বিন আজমান জুটিকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে ২-১ এ জয় পায় বাংলাদেশ। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, পৃষ্ঠপোষক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাইফুল রহমান পাটুয়ারি আজাদ এবং ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর এসএম হায়দার উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।