রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচপ্রকল্পের এস সেভেটি ক্যানেল সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করায় চলতি বোরো মৌসুমে ক্যনেলটির বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সূত্র মতে , তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানেলের কিশোরগঞ্জ উপজেলার জুড়াবান্দা স্লুইস গেট থেকে টারসিয়ারি এস সেভেনটি ক্যানেল নিতাই ইউনিয়নের বেলতলী ব্রিজ হয়ে সৈয়দপুর উপজেলায় ধাবিত হয়েছে। ওই টারসিয়ারি ক্যানেলের চেইন এজ ৫৫০২ থেকে ৬৫০০ চেইনএজ চলতি সেচ মৌসুমে সংস্কারের জন্য টেন্ডার আহবান করা হয়। পাঁচ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা ব্যায়ে ক্যানেল সংস্কারের কাজ পায় মেসার্স হারুন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মিজান ঠিকাদারের সাথে চুক্তি করে নিজে কাজটি সম্পন্ন করার দায়িত্ব নেয়। ওই প্রকৌশলী বড়ভিটা এলাকার ফজু নামে এক শ্রমিক সর্দারকে ঠিকাদার পরিচয় দিয়ে নামমাত্র কাজ করে ক্যানেলের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে মর্মে অফিসে প্রত্যয়ন দেয়।
শনিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, সিডিউল অনুযায়ী ক্যানেলের দুই বাঁধের গর্তে ও ভাঙা স্থানে মাটি ভরাট করার কথা থাকলেও তা না করে শুধু খোলাহাটি পাড়া সংলগ্ন স্থানে ১০০ গজ ৬ ইঞ্চি বেড কাটিং করা হয়েছে। ক্যানেলের দুই বাঁধে ঘাস লাগানোর কথা থাকলেও তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিতাই খোলাহাটি এলাকার আবুল কালাম, এয়াকুব আলী ও মজিবর রহমান জানান, দূর থেকে মাটি এনে ক্যানেলের দুই বাঁধের ভাঙা স্থান ও গর্ত মেরামত করার নিয়ম থাকলেও প্রকৌশলী মিজান শ্রমিক সর্দার ফজুকে দিয়ে গুটি কয়েক শ্রমিক এনে ক্যানেলের বেড থেকে মাটি তুলে দুই বাঁধে ছড়িয়ে দিয়েছে। শ্রমিক সর্দার ফজু বলেন, ক্যানেল সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মিজান আমার সাথে চুক্তি করেছিল, কিন্তু চুক্তির ১০ হাজার টাকা এখনো আমাকে দেয়নি। এদিকে বাঁধের ভাঙা গর্তগুলো ভরাট না করে তড়িঘড়ি করে ক্যানেলে পানি ছেড়ে দেয়া হয়েছে। ফলে গত বছরের ন্যায় এবারো ক্যানেলের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ফসল বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন ওই এলাকার কৃষকরা। এ ব্যাপারে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মিজানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এস সেভেনটি ক্যানেল সংস্কার কাজে কোনো অনিয়ম হয়নি বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।