প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: মঞ্চে সর্বশেষ মাসুম রেজা রচিত ও নির্দেশিত ‘নিত্যপুরাণ’ নাটকে দ্রৌপদী চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন সুষমা সরকার। নাটকটি নিয়ে শিঘ্রই সুষমা ঢাকার বাইরে যাচ্ছেন। সুষমা জানান, টিভি নাটকে যতই অভিনয় করেন না কেন, মঞ্চে অভিনয়ে তিনি প্রাণ ফিরে পান। কারণ মঞ্চই তাকে আজকের সুষমা তৈরী করেছে। মঞ্চের পাশাপাশি সুষমা নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এবং দুটি নতুন চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। ধারাবাহিকগুলো হচ্ছে শিহাব শাহীনের ‘লিপস্টিক’, সুমন আনোয়ারের ‘সুখী মীরগঞ্জ’, অরন্য আনোয়ারের ‘ফুল এইচডি’, মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’ এবং গোলাম সোহরাব দোদুলের নাম ঠিক না হওয়া আরেকটি ধারাবাহিক। এরমধ্যে ‘লিপস্টিক’ নাগরিক টিভিতে প্রচার শুরু হয়েছে, প্রচার চলছে ‘ফুল এইচডি’ মাছরাঙ্গা টিভিতে এবং ‘গল্পগুলো আমাদের’ এনটিভিতে। এদিকে সুষমা এরইমধ্যে শেষ করেছেন বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ ও নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের কাজ। গত মঙ্গলবার পূবাইলে গোলাম হাবিব লিটুর নির্দেশনায় ‘ঘাস’ নাটকের শূটিং শেষ করেছেন। সুষমা বলেন, ‘আমি যে কাজই করিনা কেন, তাতে সবসময়ই শতভাগ মনোযোগী থাকার চেষ্টা করি। হোক তা মঞ্চ নাটক, টিভি নাটক বা সিনেমা। তবে মঞ্চ সবসময়ই আমাকে বেশি টানে। কারণ মঞ্চে অভিনয়ের কারণেই আমার আজকের সুষমা হয়ে উঠা। টিভি নাটকে আমার পেশাগত জীবন গড়ে তোলার ক্ষেত্রে যারা সবসময়ই আমাকে পাশে থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।