গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আগামী ২০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে ১৪ দল। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এ তথ্য জানান মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর উকবালের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘এর দ্বারা বোঝা যায় পরাজিত অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। সামনের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই অশুভ শক্তি তৎপর।’
এ ঘটনার মাধ্যমে বিএনপি-জামায়াত পরিবেশকে উত্তপ্ত করার অশুভ ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তিনি।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে ১৪ দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন মোহাম্মদ নাসিম।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।