Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহীদের নিরাপদে সরে যাওয়ার আহবান রাশিয়ার

পূর্ব ঘৌতায় নিহত ৮শ’ ছাড়িয়েছে, পুতিন-এরদোগান ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 রাশিয়ার সেনাবাহিনী ও সিরিয়ার আসাদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত বিদ্রোহীদের পূর্ব ঘৌতা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিতে একটি প্রস্তাব পাঠিয়েছে রাশিয়া। রাশিয়া চায় বিদ্রোহীরা আত্মসমর্পণ করুক। বিনিময়ে তাদেরকে নিরাপদে পূর্ব ঘৌতা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। বিদ্রোহী পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার ওই প্রস্তাবের বিষয়ে কেউ তাদর সাথে যোগাযোগ করেনি। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিরিয়ার বিদ্রোহীদের পরিবারের সদস্য ও ব্যক্তিগত অস্ত্র নিয়ে পূর্ব ঘৌতা থেকে নিরাপদে অন্য স্থানে সরে যাওয়ার সুযোগ করে দিতে চায়। যদিও বিদ্রোহীরা পূর্ব ঘৌতা ছেড়ে কোথায় যাবে সে বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে এর আগে এমন উদাহরণ আছে, যেখানে আসাদ বাহিনীর কাছে আত্মসমর্পণ করা বিদ্রোহীদের তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত বিদ্রোহী অধ্যুষিত এলাকায় চলে যেতে দেওয়া হয়েছিল। আত্মসমর্পণের বদলে বিদ্রোহীদের নিরাপদে সরে যাওয়ায় সুযোগ দেওয়া প্রসঙ্গে রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার রিকনসিলেশন সেন্টার পরিবার ও ব্যক্তিগত অস্ত্রসহ পূর্ব ঘৌতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বিদ্রোহীদের দায়মুক্তির নিশ্চয়তা দিচ্ছে। তাদেরকে চলে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে এবং যাত্রা পথে নিরাপত্তাও দেওয়া হবে। পূর্ব ঘৌতার বিদ্রোহীদের প্রধান দল ফাইলাক আল-রহমানের মুখপাত্র ওয়ায়েল আওয়ান বলেছেন, ‘রাশিয়া সামরিক উপস্থিতি বাড়াতে চায় এবং বলপূর্বক পূর্ব ঘৌতার মানুষকে উদ্বাস্তু করে দিতে চায় যা অপরাধ।’ তুরস্কের ইস্তাম্বুলে থাকা আওয়ান রয়টার্সকে বলেছেন, রাশিয়ার এই প্রস্তাবের বিষয়ে অপর পাশ থেকে কেউ যোগাযোগ করেনি। অপরদিকে, সিরিয়ার পূর্ব ঘৌতার মানবিক বিপর্যয় নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত মঙ্গলবার দুই নেতা ফোনালাপে পূর্ব ঘৌতার বেসামরিক লোকদের জন্য ত্রাণ সহযোগিতা ও সেখানকার অধিবাসীদের দুর্ভোগ লাঘব অপরিহার্য বলে মন্তব্য করেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্টিনিও গুয়েতেরেস পূর্ব ঘৌতায় অব্যাহত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। গেল ৫ মার্চ থেকে হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এই এলাকায় ১৮ ফেব্রæয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর হামলায় ৮০৫ জন নিহত হয়েছে। রয়টার্স, বিবিসি, এএফপি।



 

Show all comments
  • সাজ্জাদ ৮ মার্চ, ২০১৮, ৬:৫৭ এএম says : 0
    আমেরিকার দিন এখন শেষ হয়ে আসছে............
    Total Reply(0) Reply
  • ওবাইদুল ইসলাম ৮ মার্চ, ২০১৮, ৬:০৩ পিএম says : 0
    যুক্তরাস্ট্র পরাজয় স্বীকার করে নিলেই সিরিয়ায় যুদ্ধ বন্ধ হবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ