Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নিহত ৮ আহত ২৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কুষ্টিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, নরসিংদীতে স্কুল শিক্ষিকা, নান্দাইলে ২ স্কুলছাত্রী ও নেত্রকোনায় মাটর সাইকেলের সংঘর্ষে চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া জানান, কুষ্টিয়ায় লক্ষীপুরে যাত্রবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই মহিলাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো পাঁচ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ১১ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত দুজনের একজন হচ্ছেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোনায়েম এবং অপরজন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থানার কলমের স্ত্রী আজিরন। মনোহার বিশ্বাস আবেদ আলী পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার জানান, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে ফাতেমাতুয যাহরা মুক্তা (২৫) নামে এক প্রাইমারী স্কুল শিক্ষিকা নিহত এবং অন্তত: ৪ জন যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নরসিংদী-রায়পুরা সড়কের বাদুয়ারচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। শিক্ষিকার মুক্তার মৃত্যুতে এতিম হয়ে গেছে তার ৩ বছরের পুত্র আরাফ ও প্রিয়ন্তী নামে এক বছরের দুধের শিশু কন্যা। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রায়পুরা সড়কে যানবাহন ও বাদুয়ারচর বাজারে দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে। বীরপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে। আহত হয়েছে কমবেশী ১০ জন। আর এসব তান্ডবের কারণে নরসিংদী-রায়পুরা সড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থেকেছে। আহতদের মধ্যে জায়েদুল হক ভূঁইয়া (৩০), রনি (২৫), রুবেল (৩২), রুবেল (২৮), ইউসূফ (২৬) নামে ৪ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা-সড়কে নান্দাইল পৌরএলাকার ঝালুয়া নামক স্থানে গতকাল মঙ্গলবার সকাল ৭.৩০ মিঃ সড়ক দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী নম্বরবিহীন একটি ট্রাক পিছন দিক থেকে অটোবাইককে চাপা দিলে ভাটিসাভার গ্রামের খোকন মিয়ার মেয়ে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সোনিয়া (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। একই গ্রামের ও বিদ্যালয়ের ছাত্রী কিতাব আলীর মেয়ে কুলসুম (১৫),ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যায়। নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের রায়পুর নামক স্থানে গত সোমবার গভীর রাতে ট্রাক মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির। তিনি কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। অপরদিকে গুরুতর আহত একই উপজেলার তাম্বুলিপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিয়ংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, আমতলীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল চট্রগ্রাম-কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ(ঢাকা মেট্রো-ব ১৪-৭৩১৬) আমতলীর পৌর শহরের অদূরে উশসীতলা নামক স্থানে চালকের অসর্তকতার কারনে পাশর্^বর্তী গাছের উপর উঠিয়ে দিলে দুর্ঘটনায় কোচটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে হেলপারসহ ৪জন গুরুতর আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ