Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতিটা ভালোই হল বাংলাদেশের

লিটন, মুশফিক, মাহমুদউল্লাহর ব্যাটে রান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ঘরের মাঠে টানা হারে আত্মবিশ্বাস তলানিতে। সেটির খোঁজেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা মিশন। নিদাহাস ট্রফির মূল লড়াইয়ে নামার আগে অধিনায়কসহ সকলেরই চাওয়া ছিল ‘একটি জয়’। আসর শুরুর আগেই সেটি পেয়ে গেল বাংলাদেশ।
ঘোষিত ১৬ সদস্যের দলের অংশ ছিলেন না তিনি। শেষ সময়ে ঠাঁই মিলেছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদলি হিসেবে। প্রস্তুতি ম্যাচেও খেলতে পারলেন তামিম ইকবাল বিশ্রামে থাকায়। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন লিটন দাস। ব্যাট হাতে ঝড় তুলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পরে দারুণ খেলেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও। সব মিলিয়ে ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অনুশীলনটা ভালোই হলো বাংলাদেশের। ব্যাটিংয়ে বড় রানের পর খারাপ হয়নি বোলিংটাও। শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারিয়েছে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ হিসেবে বেশ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মূল স্কোয়াডে থাকা ধনঞ্জয়া ডি সিলভা দলটির অধিনায়ক। দলে আছেন নিরোশান ডিকভেলা, সাদিরা সামারাবিক্রমা, লাকশান সান্দাকান, জেফ্রি ভ্যান্ডারসে, অ্যাঞ্জেলো পেরেরা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারার মতো শ্রীলঙ্কার জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। দুই দলের একাদশেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যাটিং-বোলিং করেছেন স্কোয়াডে থাকা ১৬ জনের প্রায় সবাই।
গতকাল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের একমাত্র প্রস্তুতি ম্যাচে টস হয়নি, অতিথি বলেই কিনা আগে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয় বাংলাদেশকে। সেটি ভালো ভাবেই কাজে লাগিয়ে ২০ ওভারে ১৮৬ রান করে অতিথিরা। ১৮ বলে ৪০ রান করেছেন লিটন। ইনিংসের একমাত্র অর্ধশতক মুশফিকের ব্যাটে, ৪৪ বলে ৬৫। অধিনায়ক মাহমুদউল্লাহও খেলেছেন ২৭ বলে ৪৩ রানের বিষ্ফোরক ইনিংস। ক্রিকেট শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ গুটিয়ে যায় ১৪৫ রানে। বোলিংয়ে স্বস্তি হয়ে এসেছে রুবেল হোসেন ও তাসকিন আহমেদের পারফরম্যান্স। ৩ ওভারে ১৬ রানে দুটি উইকেট নিয়েছেন তাসকিন, ১৯ রানে দুটি রুবেল।
তামিম না থাকায় সৌম্য সরকারের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন লিটন। টাইগারদের শুরুটা হয় যাচ্ছেতাই। প্রথম বলেই সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার। নিজের ব্যাটিং ব্যর্থতা আরো একবার সবাইকে জানিয়ে নিজের জার্সি নম্বরের সমান (১) রান করে ফেরেন তিনে নামা সাব্বির রহমানও। তবে তৃতীয় উইকেটে লিটন ও মুশফিকুর রহিম বড় জুটি গড়ে তোলেন। ১৮ বলে ৪ টি চার ৩ টি ছক্কায় ৪০ রান করে আউট হন লিটন। মুশফিক পঞ্চাশ স্পর্শ করেন ৩৯ বলে। পরের ওভারে কুমারাকে পুল করে ছক্কায় উদযাপন করেন ফিফটি। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটির পঞ্চাশ আসে ৩১ বলে। আরেকটি ছক্কার চেষ্টায় মিড উইকেটে ক্যাচ দিয়ে শেষ হয় মুশফিকের ইনিংস। ছয়টি চার ও তিন ছক্কায় ৪৪ বলে ৬৫। খানিক পর ¯øগ করতে গিয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ। তিনটি ছক্কা এসেছে তার ব্যাট থেকেও, চার দুটি। শেষ দিকে বল প্রতি রান করলেও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি আরিফুল হক ও নুরুল হাসান। শেষ ৫ ওভারে বাংলাদেশে তুলেছে ৩৮। ১২ বলে ১৫ করেছেন আরিফুল, ৯ বলে ১২ নুরুল। শেষ পর্যন্ত কাক্সিক্ষত দ্ইুশ রানের ঠিকানায় যেতে পারেনি বাংলাদেশ। তবে জয়ের জন্য যথেষ্ট হয় সেই রানই।
শুরুতে যদিও কাঁপিয়ে দিয়েছিলেন নিরোশান ডিকভেলা। ম্যাচের প্রথম বলেই আবু জায়েদকে স্কুপ করার চেষ্টা করে পারেননি। পরের বলে ঠিকই সফল, স্কুপ করে ছক্কা! প্রথম চার ওভারে চার পেসারকে বোলিংয়ে আনেন মাহমুদউল্লাহ। ডিকভেলার ঝড় থামান রুবেল। ১৩ বলে ২৭ রান করা ব্যাটসম্যান পয়েন্টে ক্যাচ দেন সাব্বিরকে। এরপর সেভাবে দাঁড়াতে পারেনি আর কেউ। ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দলে থাকা ধনঞ্জয়া ডি সিলভা তিন চারের পর ফিরেছেন ১৪ রানে। মিডল অর্ডারে অ্যাঞ্জেলো পেরেরা করেছেন ২২। নয় জন বোলার হাত ঘুরিয়েছেন বংলাদেশের হয়ে। অধিনায়ক বেশি পরখ করতে চেয়েছেন পেসারদেরই। তাসকিন ও রুবেল ভালো করলেও আবু জায়েদ ও আবু হায়দার ছিলেন বিবর্ণ। তবে দল হিসেবে প্রস্তুতি ম্যাচটি স্বস্তিই দেবে বাংলাদেশকে। সাব্বিরের রান না পাওয়া, শুরুর পাঁচ ও শেষের পাঁচ ওভারে ততটা ঝড় না ওঠা কিংবা নতুন বলে খরুচে শুরু, এসব ঘাটতি ছিলই। তার পরও মূল টুর্নামেন্টের আগে এই জয় জোগাবে আত্মবিশ্বাস।

স ং ক্ষি প্ত স্কো র
বাংলাদেশ : ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, ভ্যান্ডারসে ০/৩৯, থিকশিলা ১/১০, সান্দাকান ০/৫০)।
শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ : ১৯ ওভারে ১৪৫ (ডিকভেলা ২৭, মুনাবিরা ১০, সামারাবিক্রমা ৪, ধনঞ্জয়া ১৪, পেরেরা ২২, মিলান্থা ১৯, থিকশিলা ৪, ড্যানিয়েলস ১০*, বান্দারা ৭, ভ্যান্ডারসে ১, সান্দাকান ১৩; রাহী ০/২৮, রনি ১/৩৫, রুবেল ২/১৯, তাসকিন ২/১৬, সৌম্য ১/১৭, অপু ১/৩-১, আরিফুল ০/৮, মিরাজ ১/১০, মাহমুদউল্লাহ ০/৮)।
ফল : বাংলাদেশ ৪১ রানে জয়ী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ