প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন : বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা গানের ভুবনে পথচলার শুরু থেকেই নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন। কিন্তু কখনোই তিনি অভিনয় করেননি। ১৯৭৩/৭৪ সালে প্রয়াত পরিচালক আজমল হুদা মিঠু বিটিভির একটি অনুষ্ঠানে তাকে দেখে নায়িকা হওয়ার প্রস্তাব করেছিলেন। তার পরিবার সেই বয়সে চলচ্চিত্রে অভিনয় করতে দেয়নি। এছাড়া তিনি প্রস্তাব পেয়েছিলেন ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের প্রধান একটি চরিত্রে অভিনয় করার। কলকাতা থেকেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়’র তাকে অভিনয় করার কথা বলেছিলেন। কিন্তু গান ছাড়া ফেরদৌস অন্য কিছু ভাবেননি। তবে এই বয়সে এসে তিনি অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ আছে তার। ফেরদৌস আরা বলেন, ‘নজরুল বিষয়ক কোন চলচ্চিত্র নির্মিত হলে এবং তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ থাকলে অভিনয় করব। আমি জানিনা, আমার এই ইচ্ছা পূরণ হবে কিনা। তবে আমার মনে হয়, নজরুলের জীবন নিয়ে কোন চলচ্চিত্র নির্মিত হলে তাতে অভিনয় করার সুযোগ পেলে আমি শান্তি পাবো।’ ফেরদৌস আরা ১৯৭৩ সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮৫ সালে সারগাম থেকে ১২টি গান নিয়ে প্রথম ক্যাসেট এবং এর পরপরই হারানো দিনের গানের ক্যাসেট-সিডি ‘আকাশের মিটি মিটি তারা’ ব্যাপক সমাদৃত হয়। উজবেকিস্তানে অনুষ্ঠিত ইউনেসকোর পঞ্চম ফোক উৎসব-এ ৫২টি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী শিল্পীদের মধ্যে ফেরদৌস আরা ‘দ্য বেস্ট ভোকালিস্ট’ হন। দীর্ঘদিন ধরে তিনি নজরুল ইন্সটিটিউটে তিনি শিক্ষকতা করছেন। সর্বশেষ তিনি গৌতম ঘোষের ‘শঙ্কচিল’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। প্রতিবন্ধীদের জন্য নির্মিত ‘বাস্তবতা’ চলচ্চিত্রের সুরকার ও কম্পোজার হিসেবে কাজ করেছেন তিনি। ফেরদৌস আরার একক কন্ঠে হাজার গান প্রয়াসে ‘নজরুল সঙ্গীত সমগ্র’ শিরোনামে নিয়মিত অ্যালবাম প্রকাশ হচ্ছে যা সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখছে। গত ররিবার দেশাত্ববোধক গানের অ্যালবাম ‘ও আমার জন্মভূমি জননীগো’র মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন করেন মুস্তাফা জামান আব্বাসী ও সুবীরনন্দী। ২০০০ সালে ফেরদৌস আরা তার নিজের উদ্যোগে সঙ্গীত একাডেমি ‘সুরসপ্তক’ প্রতিষ্ঠিত করেন। ‘সঙ্গীত ভুবনে নজরুল’ ও ‘সঞ্চিতার কথাবার্তা’ নামে তার দুটি বই রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।