Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমানে সেরা হতে চায় বাংলাদেশ

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন এশিয়া গেমস হকির বাছাই পর্বে সেরা হতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আজ রাতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে জাতীয় হকি দল। ওমানের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রপে। এশিয়ান গেমসের আয়োজক ইন্দোনেশিয়া বাছাই পর্ব থেকে সরে দাঁড়ালে এই গ্রæপে এখন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, থাইল্যান্ড ও হংকং। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বিমান বাহিনীর সদর দফতরস্থ ফ্যালকন হলে আয়োজন করা হয় বাংলাদেশ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানের। এ অনুষ্ঠানেই জাতীয় হকি দলের প্রধান কোচ মাহবুব হারুন বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দলের দু’মাসের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট থাকলেও প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় আক্ষেপটা তার থেকেই গেছে। হারুণ বলেন,‘টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখছি না। দলের প্রস্তুতি খারাপ হয়নি। শুধু আক্ষেপ আমাদের প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। তারপরও আমার লক্ষ্য ওমানে চ্যাম্পিয়ন হওয়া। এবার আমরা প্রতিটি ম্যাচের আগে বিশ্রাম পাচ্ছি, যেটা দলের জন্য খুবই ভালো হবে।’
জাতীয় দলের তিন নতুন মুখ ফজলে রাব্বী, দ্বীন ইসলাম ইমন ও সোহানুর রহমান সবুজকে নিয়ে আশাবাদী কোচ। এই তিন খেলোয়াড় প্রসঙ্গে তার কথা,‘বাছাই পর্ব থেকে পাঁচটি দল খেলার সুযোগ পাবে এশিয়ান গেমসের মুল আসরে। এখন যদি আমরা নতুনদের সুযোগ না দেই, তাহলে কিভাবে হবে? পুরোনো বা অভিজ্ঞদের তো বাদ দেওয়া হয়নি। দলে নতুন যারা এসেছে, তাদের প্রতি আমার আস্থা আছে। এ টুর্নামেন্ট তাদের সেরা পারফরমেন্স প্রমাণ করার মক্ষম সুযোগ। যেটা কাজে লাগিয়ে দলে নিজেদের অবস্থান পাকা করতে পারবে তারা।’
অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন,‘ওমানে আমরা নিজেদের সেরা মাঠে ঢেলে দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। যদিও শেষ কয়েকটা টুর্নামেন্টে ওমানের সঙ্গে ভালো করতে পারিনি। এখানে আমাদের প্রমাণ করতে হবে আমরা ওমানের সঙ্গে আগের মতো ভালো খেলতে পারি এবং তাদের বিপক্ষে ভালো করাটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। এবার ওদের বিপক্ষে ভালো করতে পারলে আমরা যে কোনো দলের বিপক্ষে ভালো করতে পারব।’
বাছাই পর্বের আগে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারার হতাশা জিমিরও রয়েছে। তবে মাঠের লড়াইয়ে তিনি সতীর্থদের কাছে সেরাটাই আশা করছেন লক্ষ্য পূরণের জন্য। দলের প্রস্তুতি নিয়ে জিমি বলেন,‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সর্বশেষ টুর্নামেন্টে আমাদের যে ভুলগুলো ছিল, সেগুলো নিয়ে ভালোভাবে কাজ করা হয়েছে। বাছাই পর্বের প্রতিটি দল সম্পর্কে আমাদের জানা আছে। আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে জয় নিশ্চিত করা সহজ হবে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাওয়াটা আমাদের জন্য চাপের নয়। এটা হওয়া আমাদের দায়িত্ব। আমরা গত আসরেও বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু গত এশিয়া কাপে আমরা ষষ্ঠ হয়েছিলাম। তাই আমি মনে করি, আমাদের দলের দায়িত্ব বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ