Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চূড়ান্ত দলে কিশোরগঞ্জের ৬০

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কিশোরগঞ্জ জেলায় শেষ হলো বাংলাদেশ যুব গেমসের ঢাকা বিভাগীয় দলের চূড়ান্ত দল গঠন। গত ২৮ ফেব্রæয়ারি থেকে এ্যাথলেটিকস, হকি, সাঁতার, বাস্কেটবল, জুডো, ভারোত্তোলন, বক্সিং এবং আরচ্যারী এই ৮ ডিসিপ্লিনে ২০০ জন খেলোয়াড় অংশ নেয়। ঢাকা থেকে আগত বিভাগীয় কোচ এবং স্থানীয় কোচদের তত্ত¡াবধানে ৫ দিনের এই প্রশিক্ষণ এবং মেডিকেল শেষে চূড়ান্ত বিভাগীয় দল গঠন করা হয়। বিভাগীয় এই দল অংশ নিবে আগামী ১০-১৬ মার্চ জাতীয় যুব গেমসের মূল আসরে। কিশোরগঞ্জ জেলার প্রায় ৬০ জন বালক এবং বালিকা চূড়ান্ড দলে সুযোগ পেয়েছেন।
এই প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ মাহসচিব আশিকুর রহমান মিকু। সার্বিক এই আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। ঢাকা বিভাগের সর্বোচ্চ ৮টি ডিসিপ্লিনের প্রশিক্ষণ ভেন্যু হিসেবে এই জেলাকে নির্বাচন করায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। গতকাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রস্তুতি শেষে ঢাকা বিভাগীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের সফলতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ