Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩০ হাজার টাকা দিলেই চূড়ান্ত দলে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

চূড়ান্ত দলে জায়গার জন্য কোচ দাবি করেছিলেন ৩০ হাজার টাকা। এমন গুরুতর এক অভিযোগ করেছেন বাগেরহাটের বয়সভিত্তিক এক ক্রিকেটার। সেই কিশোর ক্রিকেটার মোহাম্মদ নাঈম ও কোচ আবু তাহেরকে নিয়ে এই ঘটনায় শুনানি হয়েছে বিসিবিতে। জেলা পর্যায়ে বয়সভিত্তিক দল চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছিল বিসিবি। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বাগেরহাট জেলা দলে এই ঘটনার অভিযোগ উঠেছে। নাঈম দাবি করেছেন, দল নির্বাচনে ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দল থেকে তাকে বাদ দেওয়া হয় টাকা না দেওয়ায়। গতপরশু বিসিবি কার্যালয়ে এসে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিলেন। আমি প্রথমে ভেবেছিলাম, আমার সঙ্গে তিনি মজা করছেন। কারণ, আমার আর্থিক অবস্থা সম্পর্কে তিনি জানেন। যখন পারফর্ম করার পরও আমাকে দলে নেওয়া হলো না, তখন আমি বুঝতে পারি ঘটনাটা কী।’
গত ৩ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৬ বাগেরহাট জেলা দল নির্বাচন করা হয়। তাতে রাখা হয়নি নাঈমকে। কিন্তু পারফরম্যান্স নাকি এই ঘুষের মতো গুরুতর ঘটনায় তিনি জায়গা পাননি তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিসিবি। বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান ওবেদ রশিদ নিজাম জানান, অভিযোগ প্রমাণিত হলে কোচকে পেতে শাস্তি, ‘আমরা এ ব্যাপারে একটি শুনানি করেছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা কোচকে ছাড় দেব না। তবে বিষয়টি তদন্ত করতে সময় লাগবে।’ তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই কোচ তাহের অবশ্য একদম অস্বীকার করে গেছেন বিষয়টি, ‘আমার সঙ্গে এ ধরনের কোনো কথা হয়নি। দল নির্বাচনে ভুল হতে পারে। তবে আমি কখনো কারও কাছে টাকা চাইনি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩০ হাজার টাকা দিলেই চূড়ান্ত দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ