Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বোয় বাংলাদেশ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আঙুলের চোট এখনও থাকায় শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলা হচ্ছেনা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। তার বদলি মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে আবারও বর্তায় বাংলাদেশ দলের দলপতির দায়িত্ব। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের দ্বিতীয় ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন গতকাল ভোরেই। আর দুপুরে ভারপ্রাপ্ত অধিনায়ক ধরলেন কলম্বোর ফ্লাইট। শেষ সময় যোগ হওয়া লিটন দাসসহ ১৬ সদস্যের দলের ১৩ জনকে নিয়ে দুপুর একটার ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিকাল ৪টায় পৌঁছে বন্দরনায়েকে এয়ারপোর্টে। দুবাই থেকে সরাসরি লঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসএলে খেলা বাকি তিন তারকা তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান আর সাব্বির রহামান। অন্তত একদিনের জন্য হলেও আগামীকাল এই দলটির সঙ্গী হওয়ার কথা রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানেরও।
স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশসহ খেলবে ভারতও। ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট টুর্নামেন্ট ৬ মার্চ থেকে শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ মার্চ ভারতের বিপক্ষে। শেষ হবে ১৮ মার্চ। গ্রুপ পর্বে দুই লেগে দু’বার করে মুখোমুখি হয়ে প্রতিটি দল ম্যাচ খেলার সুযোগ পাবে চারটি করে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ