Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবি’র অভিযানে চোরাচালান ও মাদক জব্দ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৭ কোটি ৫৮ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১৭,৪৭,৩৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৪২ বোতল বিদেশী মদ, ৮৮ লিটার বাংলা মদ, ১১,০১৪ ক্যান বিয়ার, ৩২,৪৩৮ বোতল ফেনসিডিল, ১ কেজি ১৯০ গ্রাম গাঁজা, ৭ কেজি ০১১ গ্রাম হেরোইন, ৪৩,২১৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন ২,৮৯০টি এবং ৩,২৯,৫২৬টি অন্যান্য ট্যাবলেট। আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ৯ কেজি ৫৮৬ গ্রাম স্বর্ণ, ১২,৮৬৫টি শাড়ী, ২,৩৭৬টি থ্রিপিস/শার্টপিস, ২,৫৪৭ মিটার থান কাপড়, ৯০২টি তৈরী পোশাক ও ৪১,১৯৪ সিএফটি কাঠ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১২টি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ০৪টি ম্যাগাজিন, ২টি হাত বোমা এবং ৪২টি ককটেল। এছাড়াও বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক থানায় সোপর্দ করা হয়েছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ