Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফর ইকবালের ওপর হামলায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ৮:৪৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। একই সঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও নিরাপত্তা ব্যবস্থার নাজুকতা হিসেবে উল্লেখ্য করছেন তারা।

হামলার প্রতিবাদে রোববার (০৪ মার্চ) বিকালে রাজধানীর শাহবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন। গণজাগরণ মঞ্চ, বিক্ষুব্ধ নাগরিক সমাজ, ডক্টর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রজন্ম’৭১ এবং আরও কয়েকটি সংগঠনসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশ শেষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে, ৬ মার্চ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টায় মানববন্ধন ও ৮ মার্চ সব জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ। ৮ মার্চ গণজাগরণ মঞ্চও শাহবাগে এ কর্মসূচি পালন করবে। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাফর ইকবালের ওপর হামলাকারীর বিস্তারিত পরিচয় জনগণের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।

সমাবেশে অংশ নিয়ে মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, আগে এ ধরনের হামলার বিচার না হওয়ায় জাফর ইকবালকে হত্যার চেষ্টা করা হয়েছে। জাফর ইকবাল ধর্মনিরপেক্ষতার পক্ষে, অসাস্প্রদায়িকতার পক্ষে। তিনি এমন একজন মানুষ যিনি মুক্ত বুদ্ধি-চর্চার তরঙ্গ বইয়ে দিতে পারেন। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, তাঁরাই তাঁকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।

মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘এ ধরনের ঘটনা কেন হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। আমরা ভয় পাই না। পিছু হটব না।’ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার তারিখ ৩২ বার ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি। মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কোনো একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি।’

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নামে একটি সংগঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রকাশ্য দিবালোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষকের ওপর হামলা দেশের লেখক সমাজের সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। অবিলম্বে সকল লেখকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় আটক হামলাকারীকে আইনের আওতায় এনে দ্রত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল গণতান্ত্রিক বাম মোর্চা এক যৌথ বিবৃতিতে বলেছেন, প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষাবিদের ওপর এধরনের হামলা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নাজুকতাকে তুলে ধরেছে। নিরিবিচ্ছিন্ন হত্যার হুমকির মধ্যে থাকা অধ্যাপক জাফর ইকবালকে নিরাপত্তা দিতে সরকার ও পুলিশ বাহিনী ব্যর্থ হয়েছে।

এছাড়াও এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ অর্থনীতি সমিতিসহ বেশ কিছু সংগঠন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফর ইকবাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ