Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পেয়েছে রনি’র বিদ্বেষী

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে আসাদুজ্জামান রনির একুশ নিয়ে ভিডিও শ্লোগান ‘বিদ্বেষী’। ‘বিদ্বেষী’ মুক্তি পেয়েছে ইউটিউবে। মাইক্রোফোন হাতে এ এক অন্য রনি। লাল সবুজ পতাকার ক্রীতদাস হবে দেশের প্রত্যেকটা মানুষ, এমন স্বপ্ন দেখেন রনি। স্বপ্নপূরণের দায়বদ্ধতা আছে যেহেতু, নিজেকে ক্রমেই ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র। ভাবনায়, লেখায়, কথামালায়। সালাম-রফিকদের রক্তের প্রতি শ্রদ্ধা যাদের নেই, সেইসব রক্ত মেশানো মাতৃভাষায় প্রীতি যাদের নেই, পিছুটান যাদের নেই, যারা সভ্য হতে ভিনদেশী সাজার ব্যর্থ চেষ্টায় রত; প্রভাতফেরীর গান তাদের কন্ঠে উঠলে শহীদ মিনার কেঁপে ওঠে রাগে, বিদ্বেষে। আসাদুজ্জামান রনি তাই বলেছেন শ্লোগানের শুরুতেই, স্পষ্টভাবে। তিনি বিশ্বাস করেন, ‘শহীদ মিনার উপাসনালয়, অন্য কিছু তো নয়’। যারা এই উপাসনালয় নিয়ে নোংরামি করে, দখলে নিতে চায়; তারা পাপী সন্তান। তারা অন্তত এই দেশের নয়। ‘বিদ্বেষী’ শ্লোগানের সমন্বয়ক- আহম্মেদ হুমায়ূন এবং চিত্র নির্দেশক- সঞ্জয় সমদ্দার। শ্লোগানটি পাওয়া যাবে আসাদুজ্জামান রনি’র নিজস্ব ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ