বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট ব্যুরো : দালালদের প্রলোভনে জর্জিয়া থেকে পায়ে হেঁটে তুরস্ক পাড়ি দিতে গিয়েছিলেন সিলেট নগরীর শাহী ঈদগাহ টিবি গেইট এলাকার বাসিন্দা মো: আরকান সাঈদ নামের এক তরুণ। তখনই বরফ চাপায় না ফেরার দেশেই চলে গেলেন তিনি। ঘটনাটি জর্জিয়া-তুরস্ক তিবলিছি আকালচি বর্ডারে ঘটেছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন বিদেশী গণমাধ্যম। নিহত সাঈদ সিলেট নগরীর বাসিন্দা হলেও তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে। প্রায় তিন মাস আগে সে জর্জিয়া পাড়ি জমায়। গত ১৯ ফেব্রæয়ারি এ দুর্ঘটনাটি ঘটলেও সেখানকার কর্তৃপক্ষ মোহাম্মদ সাঈদের ব্যাপারটি গত ১ মার্চ নিশ্চিত করে বলে জানিয়েছেন গোলাম জাকারিয়া নাফলু নামে তাঁর এক আত্মীয়। তিনি বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করেন। সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। নিহতের বন্ধু মিজান জানান, সাঈদসহ মোট ৫ জন দালালের মাধ্যমে জর্জিয়া থেকে তুরস্ক যাওয়ার জন্য বরফপথে রওনা দেয়, পথিমধ্যে হঠাৎ প্রবল তুষারপাত শুরু হলে সাঈদসহ ৩ জন আটকা পড়ে, ১ জন আগুন জ্বালিয়ে কিছুটা রক্ষা পেলেও আহত অবস্থায় তাকে এবং সাঈদসহ ২ জনের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। আর বাকি ২ জন তুরস্ক পৌঁছে যেতে সক্ষম হন। জর্জিয়া থেকে তুরস্ক প্রায় ১০ ঘন্টার রাস্তা, তবে ৮ ঘন্টা পর ৩ জন ক্লান্ত হওয়ার পাশাপাশি বরফপাত শুরু হলে উক্ত দুর্ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, নিহতের লাশের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। সাঈদের মৃত্যু নগরীর শাহী ঈদগাহ টিবি গেইট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।