Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই পদত্যাগ করবেন জাতীয় পার্টির মন্ত্রীরা -এইচ এম এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ৪:২১ পিএম

খুব শিগগিরই জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, আমরা কিছুদিনের মধ্যেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবো। আমাদের কাউকেই মন্ত্রিসভায় নেওয়া ঠিক হয়নি।’ শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এইচ এম এরশাদ বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সংসদে এ বিষয়ে সঠিক কথাটি বলেছেন। তিনি বলেছেন, মন্ত্রিসভায় আমাদের দলের লোক থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অনেক সমালোচিত হয়েছি আমরা। তবে সরকারি দলের সঙ্গে মন্ত্রিসভায় যোগদান করার বিষয়টি ছিল রাজনৈতিক কৌশল। জার্মানিসহ অনেক দেশে এ নজির আছে। তবে আমরা আর মন্ত্রিসভায় থাকতে চাই না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় তার জামিন পাওয়া নিয়ে হৈচৈ করা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিনযোগ্য তার পরেও আমি জামিন পাইনি। হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও আমাকে সংসদে আসতে দেওয়া হয়নি। পৃথিবীর কোনো দেশের কোনো নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনো নজির নেই।’

বিএনপির সাথে জাতীয় পার্টির জোট করার কোনো সম্ভাবনা নেই জানিয়ে এইচ এম এরশাদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না-সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিএনপি নির্বাচনে না এলেও কিছু আসে যায় না। নির্বাচন যথা সময়ে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। তারপরও সরকার চেষ্টা করছে, আমরাও মনে করি বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • shafiq ২ মার্চ, ২০১৮, ৫:২৮ পিএম says : 0
    জাপা হচ্ছে গৃহপালিত বিরোধী দল!
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২ মার্চ, ২০১৮, ১১:৪৩ পিএম says : 0
    এখন বৃদ্ধের শেষ প্রান্তে গিয়েও যেভাবে একটি রজনৈতিক দল চালিয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিজের বাহু বলে এটা অবশ্যই মানতে হবে। তিনি এখানে বলেছেন, (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় তার জামিন পাওয়া নিয়ে হৈচৈ করা প্রসঙ্গে এরশাদ বলেন,) ‘আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিনযোগ্য তার পরেও আমি জামিন পাইনি। হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও আমাকে সংসদে আসতে দেওয়া হয়নি। পৃথিবীর কোনো দেশের কোনো নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনো নজির নেই।’ এই ঘটনা ঘটেছিল বিএনপির সময় যখন খালেদা জিয়া ছিলেন ক্ষমতায়...... এরশাদ চাচার এই উক্তির পর খালেদা জিয়া বেল পাবেন বলে মনে হয় না সাথে সাথে তিনি এটাও বলেছেন, “আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না-সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিএনপি নির্বাচনে না এলেও কিছু আসে যায় না। নির্বাচন যথা সময়ে হবে।“ এতে মনে হচ্ছে নির্বাচন কোন রকম বাঁধা বিহীন ভাবে সময় মত হয়ে যাবে তাই না??? তিনি আরো বুঝাতে চেয়েছেন যে, তার দল থেকে মন্ত্রিত্ব নেয়া সেসময়ে সঠিক থাকলেও এখন তারা যেকোন সময়ে পদত্যাগ করবেন। তবে তার কথায় বুঝা যায় এখনও সরকারি দলের সাথে তার বুঝাপরার শেষ হয়নি তাই না??? আল্লাহ্‌ আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে দেশের ও দশের উন্নয় মানে আল্লাহ্‌র নির্দেশ মত চলার ক্ষমতা দিন এটাই কাম্য। আমীন
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩ মার্চ, ২০১৮, ৭:৫০ এএম says : 0
    দেরিতে হলেও এরশাদ চাচা বুঝতে পেরেছেন ওনার দল আসলে গৃহপালিত বিরুধি দল। তাই আক্ষেপের সাথেই তিনি এসব কথা বলেছেন বলে আমার ধারনা। এখন ওনার দলের মন্ত্রীরা ওনার কথা শুনবেন কিনা সেটাও বিশ্বাস করতে মন চাইছে না। তবে একটা বিষয় এখানে না বললেই নয় সেটা হচ্ছে এই বৃদ্ধ বয়সে তিনি যেভাবে বাংলার মাটি চষে বেড়াচ্ছেন তার দলকে এবার একটা যায়গায় পৌছানোর জন্য সেটা লক্ষনিয়। তবে ভয়েরও কারন রয়েছে অনেক, সেটা হচ্ছে বার বারের মত আবার কখন তিনি ডিগবাজী খেয়ে কোন দিকে চলে যান এর কোন নিশ্চয়তা নেই। কাজেই আপাতত চাচার কথা পাঁশে রখেদিয়ে সামনের দিকে তাকালে কি দেখা যায়। সেটা হচ্ছে জাপার জন্য একটা নতুন দিগন্ত উনমোচন হবার সম্ভবনা উকি দিচ্ছে, সেটাকি এরশাদ চাচা কাজে লাগাতে পারবেন??? এখন আমাদের দেশ একটা শক্তিশালী মুক্তিযুদ্ধের স্বপক্ষের নতুন একটা রাজনৈতিক দল আশা করছে। আল্লাহ্‌ আমাদেরকে রজনৈতিক অঙ্গনে সঠিক পথে চলার ক্ষমতা দিন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ