Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিলো বিএনপি

খালেদা জিয়ার মুক্তি দাবি

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিলি করেছে বিএনপি। দিনমজুর, রিক্সা চালক, দোকানদার, ছাত্র-শ্রমিক, চাকরিজীবী সবার হাতে হাতে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট তুলে দিয়েছেন দলের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় কারাগারে প্রেরণের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতেই এই কর্মসূচি হাতে নিয়েছে দলটি। তবে শান্তিপূর্ণ এই কর্মসূচিতেও দলের নেতাকর্মীদের পুলিশ বাধা প্রদান, হামলা, লাঠিচার্জ ও গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা। গতকাল (বৃহস্পতিবার) সকাল সোয়া ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে কয়েকজন পথচারী ও রিকশা চালকের হাতে লিফলেট তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে কার্যালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখে লিফলেট দিয়েই তিনি রাস্তা থেকে অফিসের গেইটে চলে আসেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সঙ্গে ছিলেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সকল থানায় থানায় লিফলেট বিতরণ করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, বিএনপি’র সহ তথ্য সম্পাদক আমিরুজ্জমান শিমুল, সদস্য ফরহাদ হোসেন আজাদ, হায়দার আলী লেলিন, আব্দুল মতিন, অধ্যাপক আমিনুল ইসলাম, শেখ শামিম এর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পল্টন ও পুরানা পল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন। এছাড়া বিএনপি মহাসচিব শাহবাগ এবং প্রেস কøাব এলাকায়ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন। এসময় অন্যান্যের মধ্যে অংশ নেন মহানগর দক্ষিন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ. হান্নান। মহাসচিব নয়া পল্টন, পুরানা পল্টন, প্রেস ক্লাবসহ বায়তুল মোকারম এর পশ্চিমে লিংক রোড, বায়তুল মোকারম এর দক্ষিণ গেইট হয়ে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান সিনেমা হল, গুলিস্থান ট্রেড সেন্টার হয়ে নবাব পুর রোড পর্যন্ত লিফলেট বিতরণ করেন। মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী। মিরপুর ও পল্লবী এলাকায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক কাজী রেজওয়ান হোসেন রিয়াজ, সহ বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা লিফলেট বিলি করেন। উত্তরা এলাকায় ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম শামসুল হকসহ বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন। শাহবাগ মোড় ও আজিজ সুপার মার্কেট এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ মোফাখখারুল ইসলাম, ডাঃ সাইফুদ্দিন নিশার আহম্মেদ, ডাঃ নজরুল ইসলাম। হাতিরপুল সোনারগাঁও রোডে লিফলেট বিতরণে অংশ নেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, কমিশনার সিরাজুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গুলশান ডিসিসি মার্কেট এলাকায় জাসাসের উদ্যোগে লিফলেট বিতরণ করেন সাধারণ সম্পাদক হেলাল খানের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক অভিনেতা শিবা সানু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, মীর সানাউল হক। মতিঝিল কাঁচাবাজার এলাকায় যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনু লিফলেট বিলি করেন। তোপখানা, পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ জোট নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। খিলগাঁও, সবুজবাগ, মুগদা এলাকাসহ বিভিন্ন পয়েন্টে বিএনপির লিফলেট বিতরণ করেন মির্জা আব্বাস। চকবাজার এলাকায় মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। কামরাঙ্গীরচর থানা বিএনপির নেতা হাজী মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে একটি লিফলেট বিতরণ কামরাঙ্গীর চরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। অবিভূক্ত বৃহত্তর সূত্রাপুর থানায় (সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী) লিফলেট বিতরণ করেন নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট আহম্মদ আজম খান। ডেমরা এলাকায় দক্ষিণ বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন রতনের নেতৃত্বে, শ্যামপুর, যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও মহানগর দক্ষিণ বিএনপি নেতা তানভীর আহম্মেদ রবিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। কলাবাগান এলাকায় ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ ও মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লালবাগ, হাজারীবাগ, মুগদা থানার নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করে। এছাড়াও মতিঝিল এলাকায় শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনের নেতৃত্বে শ্রমিক দলের নেতারা লিফলেট বিতরণ করেন।
কাজীপাড়া মসজিদ মার্কেটের ভিতর লিফলেট বিতরণ করেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি, উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কমিশনার মোঃ শামীম পারভেজ ও মিরপুর থানা বিএনপির নেতা আবুল হোসেন আব্দুলের নেতৃত্বে কল্যাণপুর বাস ষ্ট্যান্ডে লিফলেট বিতরণ করেন। উত্তর বিএনপির সহসভাপতি আতিকুল ইসলাম মতিনের নেতৃত্বে আসাদ গেইট, আড়ংয়ের সামনে লিফলেট বিতরণ করা হয়। উত্তর বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফুর রহমান আশরাফের নেতৃত্বে প্রিন্স বাজার, আদাবর থেকে লিফলেট বিতরণ করেন।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পুর নেতৃত্বে উপজেলার গুরুত্বপ্র্ণূস্থান গুলোতে গণ মানুষের নিকট লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়া, যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ওবায়দুল হক ভিপি লিটন, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ন কবির, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আঃ আউয়াল, রিয়াদ বিএনপি নেতা আমিনুল ইসলাম আইনুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হেলাল, আসাদুজ্জামান দুলাল, বদিউল আলম খসরু, যুবদল নেতা আমির হোসেন বাবুল, ছাত্রদল সভাপতি রাশেদুল হাসান কাজী সুমন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহনুর খান আলমগীর, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক ওমর ফারুক, নবীনগর শ্রমিক দল সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী প্রমুখ। কুড়িগ্রামের উলিপুরে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির আ. রশিদ, যুবদল নেতা এরশাদুল হাবিব নয়ন, তৌফিকুর রহমান লাভলু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ