Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারী অস্ত্র নিয়ে নাইক্ষ্যংছড়ি তমব্রু সীমান্তে সেনা সমাবেশ করেছে মিয়ানমার

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

-বিজিবির অতিরিক্ত মহাপরিচালক
বিশেষ সংবাদদাতা : ভারী অস্ত্র, গোলাবারুদ নিয়ে নাইক্ষ্যংছড়ি তমর্রু সীমান্তে সেনা সমাবেশ করেছে মিয়ানমার। এ পরিস্থিতিতে সীমান্তে শক্ত ও সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে মিয়ানমার সেনাকে পতাকা বৈঠকের জন্য আহŸান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিবির সদর দপ্তরে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান। তিনি বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমর্রু সীমান্তে কিছু রোহিঙ্গা শূন্য রেখা থেকে মিয়ানমারের দিকে অবস্থান করছে। গত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মিয়ানমার বর্ডার গার্ড, পুলিশ ও দেশটির সেনাবাহিনী কার্যক্রম চালাচ্ছে। তারা কাঁটাতারের বেড়া দেয়া, কাঁটাতারের বেড়া আরও শক্তিশালী, আয়রন অ্যাঙ্গেল স্থাপন ও উন্নত প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি স্থাপন করছে। পাশাপাশি তারা শব্দ যন্ত্রের মাধ্যমে রোহিঙ্গাদের অন্য স্থানে চলে যেতে বলছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তুমর্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর পোস্টের মাঝামাঝি এলাকায় মিয়ানমার সীমান্তের দেড়শ গজ ভেতরে সেনা সদস্যরা সমাবেশ করেছে। মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র। এমন পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিজিবিও সতর্ক অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত এলাকায় ভারী অস্ত্র মোতায়েন, সেনা সমাবেশ করা সীমান্ত নীতির লঙ্ঘন। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি হলে বিজিবি সব সময় দেশ মাতৃকার প্রতি নিবেদিত প্রাণ থেকে দায়িত্ব-কর্তব্য পালন করবে। রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মো. মুজিবুর রহমান বলেন, শব্দ যন্ত্রের মাধ্যমে তারা যে ইঙ্গিত দিচ্ছে তা পুশিংয়েরই চেষ্টা। এ নিয়ে উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে আলোচান হয়েছে। তারা বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় বিজিবি ফ্ল্যাগ মিটিং আহŸান করেছে, পাশাপাশি প্রতিবাদ লিপিও পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত মিয়ানমার থেকে সাড়া পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ