Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্জিয়ায় ক্লাসরুমে গুলি শিক্ষক গ্রেফতার

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি স্কুলের ফাঁকা ক্লাসরুমের দরজা বন্ধ করে জানালা দিয়ে গুলি ছোড়ার পর এক শিক্ষককে আটক করা হয়েছে। গত বুধবার জেসে রান্ডাল ডেভিডসন নামের ৫৩ বছর বয়সী ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। তাকে নিরাপত্তা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর হামলায় এবং এ ধরনের হামলা ঠেকাতে স্কুল শিক্ষকদের কাছে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রদানের দুই সপ্তাহের মাথায় জর্জিয়ার ঘটনা সংঘটিত হলো। সমপ্রতি ফ্লোরিডার মেজরিটি ডগলাস হাইস্কুলে ঢুকে পড়ে সাবেক এক শিক্ষার্থীর নির্বিচারে চালানো গুলিতে নিহত হয় ১৭ জন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর দাবিতে ওই ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থী ও স্বজনেরা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলে তিনি শিক্ষকদের অস্ত্র রাখার পক্ষে মত দেন। ফ্লোরিডার শিক্ষার্থীদের ট্রাম্প বলেন, যদি তোমাদের একজন অস্ত্রে পারদর্শী শিক্ষক থাকতো তাহলে এই আক্রমণ খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যেত। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ