মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে তা স্পষ্টত জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড। গত বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ফ্রিল্যান্ড রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো হত্যাযজ্ঞ ও নৃশংসতাকে তিনি জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর কথা অস্বীকার করেছে মিয়ানমার। দেশটি দাবি করেছে, রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে কেবল বৈধ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের কিছু দলিল জোগাড় করার দায়ে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সত্যিকারের গণতন্ত্র বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। আর এ কারণেই রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতার খবর যোগাড় করার অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে আটকের ঘটনায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।