নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গত ২৭ জানুয়ারি দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে আঙুলে চোট পান সাকিব আল হাসান। সেই চোট তাকে বাইরে রেখেছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও। সেরে না উঠলেও ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয় এই অলরাউন্ডারকে। মাঠে না নেমে দীর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে একের পর এক পরাজয় দেখে সাকিব বোধ হয় হাঁপিয়েই উঠেছিলেন। চোটে পড়ে দলের কঠিন সময়ে খেলতে পারছেন না; ভেতরে-ভেতরে ফেরার ভীষণ তাড়া অনুভব করেছেন। সে তাড়না থেকেই হয়তো সেলাই কাটার ১২ দিন পরই ফিরলেন ফিটনেস অনুশীলনে। নিজের তাড়না, সবার চাওয়া- এ তাড়াহুড়োয় চোটটা আরও জটিল হয়েছে সাকিবের। এখন তার শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ফেরা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথম দুটি ম্যাচে না পাওয়ার মানসিক প্রস্তুতি ছিল দলের। তবে এখন অধিনায়ককে পুরো ত্রিদেশীয় সিরিজেই না পাওয়ার শঙ্কায় বাংলাদেশ। থাইল্যান্ডে কোনো সুখবর পাননি সাকিব। দেশে ফেরার পর এক সপ্তাহ বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন এই অলরাউন্ডার।
চোট পাওয়া আঙুলের চিকিৎসা করাতে গতকাল থাইল্যান্ডে গেছেন সাকিব। থাইল্যান্ডে অর্থোপেডিকস বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাকিবকে কাল সকালে ফিজিও থেরাপি নিতে হবে। থাইল্যান্ডে একটি থেরাপি নিয়ে কালই তার দেশে ফেরার কথা। দেশে এসে এ থেরাপিটা এক সপ্তাহ চালিয়ে যেতে হবে। যদি তিনি দ্রæত সেরে ওঠেন, তবে থেরাপিটা চালিয়ে যেতে হবে আরও এক সপ্তাহ। না হলে বিকল্প সিদ্ধান্ত নেবে বিসিবি।
যেহেতু থেরাপি চলবে, সাকিব কি পারবেন ৪ মার্চ দলের সঙ্গে কলম্বোর বিমান ধরতে? বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘এখনো নির্দিষ্ট কিছু বলতে পারছি না। তবে এখানে আসার পর তাকে ফিজিওথেরাপিটা চালিয়ে যেতে হবে। সে যদি শ্রীলঙ্কায় যায় সেখানেও চালিয়ে যেতে হবে।’
চোট পাওয়ার পর সাকিব সেলাই কেটেছেন ১০ জানুয়ারি। সপ্তাহ দু-একের মধ্যে ফিরেছেন ফিটনেস অনুশীলনে। চোটের অগ্রগতি দেখে সাকিব নিজেও না কি ভীষণ আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু যখন দ্রæত ফিরতে একটু তাড়াহুড়ো করা হলো, গোলটা বেধেছে সেখানেই। আঙুলের মাঝে ফোলাটা কিছুতেই কমছে না। উদ্বিগ্ন দেবাশীষ বললেন, ‘পুনর্বাসনপ্রক্রিয়ার শুরুটা খুব ইতিবাচক ছিল। আমরা সবাই আশাবাদী ছিলাম। একটা পর্যায়ে যখন আমরা জোর দিলাম তখনই চোটটা প্রতিক্রিয়া দেখাল। আমাদের কাছে সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাবনায় চোটটা আগে থাকা উচিত। চোট নিজের মতো করে সারবে, সিরিজের চিন্তা করবে না। থাইল্যান্ডের চিকিৎসকেরা তাকে বলেছেন, থেরাপিটা চালিয়ে যেতে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব ঠিক না হলে, তখন আমরা বিকল্প চিন্তা করব।’
থাইল্যান্ড থেকে আজ রাতে দেশে ফিরবেন সাকিব। চোট থেকে সেরে উঠার পর শুরু হবে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। পরদিন শুরু হবে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, সাকিবের সঙ্গে আলোচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা, ‘ও আগে দেশে ফিরুক। ওর সঙ্গে আমরা আলোচনা করি। এরপর ওর শ্রীলঙ্কা যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য বললেন, সাকিবকে নিয়ে তাঁরা আশা ছাড়েননি, ‘সে দলের সঙ্গে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে হয়তো এক-দুইটা ম্যাচ না খেলতে পারে। ওর খেলার সম্ভাবনা এখনও আছে।’
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৪ মার্চ কলম্বো যাবে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।