বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) একটি আন্তর্জাতিক পর্যায়ের স্ট্র্যাটেজিক লেভেল সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত সেমিনারে দেশী-বিদেশী উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত উক্ত সেমিনারে বাংলাদেশের শান্তিরক্ষীদের সামর্থ্য সকলের কাছে তুলে ধরাসহ এবং বর্তমান সময়ে শান্তিরক্ষীদের কার্যক্রম সম্পর্কে সকলের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। কি নোট পেপার উপস্থাপন করেন লেঃ জেনারেল (অবঃ) আনোয়ার হোসেন। বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উলল্যাহ সেমিনারে আমন্ত্রিত প্রধান অতিথিসহ দেশী-বিদেশী সকল অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান। উল্লেখ্য, বিপসট বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা, শান্তি ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। বছরের পুরো সময় জুড়ে দেশী-বিদেশী শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান, সেমিনার সিম্পোজিয়াম আয়োজন, গবেষণাকার্য এবং দেশী-বিদেশী আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দের পরিদর্শন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিপসট সারা বিশ্বব্যাপী বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সেন্টার অব এক্সিলেন্স হিসাবে পরিচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।