Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জমকালো আয়োজনে ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : সম্প্রতি আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)- এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ঐ দিন বসে সঙ্গীত তারকাদের হাট। আনন্দ আয়োজন, মিষ্টিমুখ ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সুচনা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব কুমার গুহ। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, আঁখি আলমগীর, কনা, ইমরান, বেলাল খান, জুয়েল মোর্শেদ, সালমা, প্রতিক হাসান, প্রীতম হাসান, কর্নিয়া, বেলি, ফকির সাহাবুদ্দিন, শান, তানজিব সারোয়ার, সুজন আরিফ, সোহেল মেহেদী, তরুণ মুন্সী, লুৎফর হাসান, ইলিয়াস হোসাইন, মিলন, গীতিকার মারজুল রাসেল, জুলফিকার রাসেল, আহমেদ রিজভী সহ আরও অনেকে। গত একবছর ধরে শ্রুতিমধুর গান এবং রুচিশীল মিউজিক ভিডিওর আয়োজনে শ্রোতা-দর্শকদের মাঝে ‘ডিএমএস’ জায়গা তৈরি করে নিয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ভিন্নধর্মী পরিকল্পনা হাতে নিয়ে এগিয়েছে। একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল ব্যক্তিদের সমন্বয়ে সাধারণ শ্রোতা-দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঘরনার গান প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। বর্ষ পূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সব গুনী শিল্পীদের নিয়ে আগামীতে কাজ করবে ধ্রুব মিউজিক স্টেশন। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের ন্যায় আগামী বছরগুলোতেও সবার অকৃত্রিম ভালোবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে ধ্রুব মিউজিক স্টেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠা বার্ষিকী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ