Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জুটন চৌধুরীর মৃত্যুতে এফডিসিতে শোকসভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সিনিয়র বিনোদন সাংবাদিক জুটন চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে এফডিসির জহির রায়হান কালার ল্যাব প্রজেকশন অডিটোরিয়ামে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেনবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। শোক সভায় বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম খসরু, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাধারণ স¤পাদক মো. ইকবাল জয়, চিত্র নায়ক ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ স¤পাদক রাজু আহমেদ, পরিচালক শাহ আলম কিরণ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. রফিকুজ্জামান, বাচসাস এর সাবেক সভাপতি রেজানুর রহমানসহ আরও অনেকে। শোক সভা সঞ্চালনা করেন সৌমিক হাসান সোহাগ। প্রধান অতিথি মনজুরুল আহসান বুলবুল বলেন, বিএফইউজে ও ডিইউজের কল্যাণ ফান্ড থেকে জুটন চৌধুরীর পরিবারকে সহায়তার ব্যবস্থা করা হবে। এছাড়া জুটন চৌধুরীর স্ত্রী যদি চাকরি করতে চান তাহলে তার চাকরি পাওয়ার ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, জুটন চৌধুরীকে হৃদয়ে তখনই আমরা চিরদিন রাখতে পারবো যখন তার পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারবো। নিরাপদ সড়ক চাই সবসময়ই আপনাদের পাশে থাকবে। মৌসুমী বলেন, জুটন চৌধুরী বেশ চুপচাপ এবং হাসিখুশি মেজাজের মানুষ ছিলেন। বেশ ভালো সমপর্ক ছিল আমার পরিবারের সঙ্গে। প্রযোজক ইকবাল ফিল্ম ক্লাবের পক্ষ থেকে জুটন চৌধুরীর পরিবারের জন্য ৫০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, জুটন চৌধুরী দীর্ঘদিন জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন আনন্দধারায় প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নিজের সমপাদনায় বিনোদন চিত্র নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোকসভা

২ সেপ্টেম্বর, ২০২১
২০ নভেম্বর, ২০২০
১৯ জানুয়ারি, ২০১৯
১৪ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ