বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত মঙ্গলবার বিকেলে কালকিনি পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় কতিপয় দুর্বৃত্ত হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও সভা পন্ড করে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এ ঘটনায় জড়িত মর্মে অভিযোগ করে জেলা কমিটির কাছে বুধবার লিখিত অভিযোগ করেছে পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবুল বাসার। কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের মধ্যে দলীয় সমন্বয়হীনতার কারণে মঙ্গলবার শোকসভায় হামলা হয়েছে বলে ধারণা করছে স্থানীয় নেতা-কর্মীরা।
একাধিক সূত্রে জানা যায়, ১৫ আগস্টের শোকসভা ১৯ আগস্ট করার জন্য কালকিনি পৌর আওয়ামী লীগ উদ্যোগ নিলে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ভজন দত্ত ও যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান সরদার তাতে বাধা দিয়ে ৩১ আগস্ট শোকসভা অনুষ্ঠান করতে বলে। ফলে ৩১ আগস্ট মঙ্গলবার পূর্বের সিদ্ধান্ত মোতাবেক পৌর আওয়ামী লীগ পার্টি অফিসে সভা করতে চাইলে উপজেলা নেতৃবৃন্দ পার্টি অফিসের চাবি না দিয়ে অফিস তালাবদ্ধ করে রাখে। পরে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ কালকিনি উপজেলা সমন্বয় ট্রাস্ট চত্বরে শোকসভার অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নেয়া শুরু করলে বিকেল ৪টায় উপজেলা কমিটির কিছু নেতা একদল দুর্বৃত্ত নিয়ে শোকসভায় হামলা চালায়। হামলাকারীরা ৩০০ চেয়ার, ৩টি টেবিল ও শোকসভার ব্যানার ছিড়ে ফেলে এবং এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে সভা পন্ড করে দেয়। ওই ঘটনায় মাদারীপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ডলি খানম সহ ১০ জন হামলাকারীদের হাতে আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।