Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাংবাদিক মঈনুল আলম ছিলেন বহুমাত্রিক জ্ঞানের অধিকারী

চট্টগ্রাম প্রেসক্লাবে শোকসভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশিষ্ট সাংবাদিক মঈনুল আলমের শোক সভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন সাংবাদিক সমাজের আইডল। বহুমাত্রিক গুণের অধিকারী মঈনুল আলম সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট, লেখক, গবেষক হিসেবে সমাজে অবদান রেখে গেছেন। গতকাল (বুধবার) চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত শোকসভা ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। 

প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেমুল হক ও শহীদ উল আলম প্রমুখ।
পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন মঈনুল আলমের অনুজ প্রফেসর ড. মোহিতুল আলম এবং শিল্পী মউদুদুল আলম। উল্লেখ্য, প্রবীণ এই সাংবাদিক গত ১৯ জুন কানাডার টরেন্টো শহরে ইন্তেকাল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোকসভা

২ সেপ্টেম্বর, ২০২১
২০ নভেম্বর, ২০২০
১৯ জানুয়ারি, ২০১৯
১৪ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ