Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার লিফলেট বিতরণ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৪২ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করবে দলটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ইশতিয়াক আজিজ উলফাত, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ নিয়েছে । কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি সবক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। সরকার প্রধান ভয়ঙ্কর খেলায় মেতেছেন। সরকার যেন আদিম উল্লাসে মেতেছেন। এই সরকারই ষড়যন্ত্রকারী। তারা রাষ্ট্রক্ষমতা দখল করে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করে। যেন উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। পতনের হাতছানি শুনতে পাচ্ছেন না।

তিনি বলেন, গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ