Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে লরি-ট্রাক সংঘর্ষে নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় একটি লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষে লরি চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। একই ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকের হেল্পার শাহ আলম (১৮) আহত হয়েছেন বলে তিনি জানান।
নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। অপরজন হলেন লরি চালক আবুল কাশেম (৩৮)। অজ্ঞাত অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, ‘দুটি গাড়ি ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসছিল। মিরসরাইয়ের কমলদহ এলাকায় একটি গাড়িকে অপরটি পেছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়ি সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে লরি চালকসহ দুই জন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহত দুই ব্যক্তির লাশ এবং গাড়িগুলো জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই জাকির হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ