Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মিস্টার ঢাকা শরীরগঠন

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা নির্বাচনের জন্য শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা। সাউথ পয়েন্ট ফিটনেস জোনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে একশ’ ক্লাব ও সংস্থার আড়াইশ’ বডিবিল্ডার অংশ নেবেন। ওয়ালটন ও ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় সিনিয়র বিভাগের ওজন শ্রেনীগুলো হলো- ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি। অন্যদিকে মাস্টার বিভাগে অংশ নেয়া সবার জন্য উন্মুক্ত। তবে ৪০ বছরের নিচের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। প্রত্যেক ইভেন্টে চ্যাম্পিয়ন বডিবিল্ডারকে ১০ হাজার টাকা, মেডেল, স্ট্যাচু (বডিবিল্ডিং) ও সনদপত্র দেওয়া হবে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ