Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার পরমত সহ্য করছেনা ইউট্যাব

বিএনপির কর্মসূচিতে বাঁধা দেয়ায় নিন্দা

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:৩৩ এএম, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

স্টাফ রিপোর্টার : ঢাকায় বিএনপির কালোপতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশী বাঁধা এবং নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) এর ৬২৫ জন শিক্ষক। গতকাল (শনিবার) এক বিবৃতিতে ইউট্যাব নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে।
তার দল বিএনপি কঠিন কোনো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেনা। গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে তারা বেগম জিয়ার মুক্তির জন্য কর্মসূচি পালন করে আসছে। তারই ধারবাহিকতায় ঢাকায় সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ায় ঢাকায় কালোপতাকা প্রদর্শন কর্মসূচি ছিল বিএনপির। কিন্তু সেই কর্মসূচিতেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিনা উসকানিতে বাধা দিয়ে কর্মসূচি ভÐুল করেছে। শুধু তাই নয় জলকামান ব্যবহার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীর ওপর গরম রঙ্গিন পানি ছুঁড়েছে পুলিশ। মহিলা নেত্রীদেরকে পুরুষ পুলিশ টেনে হিচড়ে ধরে নিয়ে গেছে। গ্রেফতার করা হয়েছে সিনিয়র নেতৃবৃন্দকেও। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংবিধানের লঙ্ঘন। আমরা পুলিশের এহেন ন্যাক্কারজনক কর্মকাÐের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষরকারী ইউট্যাব নেতৃবৃন্দের মধ্যে অন্যতম হলেন- সহসভাপতি প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. ফরিদ আহমেদ, প্রফেসর ড. আবদুর রশিদ, প্রফেসর আমিনুল ইসলাম মজুমদার, প্রফেসর সৈয়দ আবুল কালাম আজাদ, প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর ড. আল মোজাদ্দেদী আলফেছানী, প্রফেসর এম ফরিদ আহমেদ, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, প্রফেসর খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), প্রফেসর তোজাম্মেল (ইবি), কৃষিবিদ প্রফেসর আবদুল করিম প্রমুখ।
ইউট্যাবের শিক্ষবৃন্দ বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশী বাঁধার ঘটনা প্রমাণ করে সরকারের অগণতান্ত্রিক আচরণ। আসলে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এ ধরনের হীন এবং অসাংবিধানিক আচরণ করছে। তারা পরমতকে সহ্য করতে পারছেনা। অথচ গণতন্ত্রের মূল কথাই হলো বহুদলীয় রাজনীতির চর্চা। ইউট্যাব নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসন সম্ভব নয়। আমরা সরকারকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান সঙ্কট উত্তরণের উদাত্ত আহবান জানাই।



 

Show all comments
  • কামরুল ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ২:০৪ এএম says : 0
    বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশী বাঁধার ঘটনা প্রমাণ করে সরকারের অগণতান্ত্রিক আচরণ।
    Total Reply(0) Reply
  • আকাশ ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ২:০৪ এএম says : 0
    সরকার আর কতটা নিচে নামবে সেটাই এখন দেখার বিষয়
    Total Reply(0) Reply
  • নাঈম ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ২:০৫ এএম says : 0
    এগুলো করে সরকার নিজেরাই নিজেদের ক্ষতি করছে।
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ২:২৯ এএম says : 0
    "ধৈর্যশীল জাতী" অনেক অত্যাচার সহ্য করেছিস, দিয়ছো ধৈর্যের পরিচয়; শান্তি মিছিলেও জলকামান,এরে কি গনতন্ত্র কয়? সব কিছুতেই বাড়া বাড়ি,আঘাত না করলেই যেন নয়; জনতারা কি কিনা গোলাম, রাস্তায় দেখলেই মারতে হয়? আই,সিওতে পৌঁছে গেছেন , দেশবাসী সবায় কয়;মৌলভী এনে তওবা করেন,কখন যে কি হয়?
    Total Reply(0) Reply
  • Manik Sarkar ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩০ এএম says : 0
    শুধু নিন্দা জানাইলে হবনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ