Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারধর করে মাথার চুল কেটে ফেলার অভিযোগ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে দুই সন্তানের জননীকে রাতভর মারধর করে তার মাথার চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে অপর এক মহিলার বিরুদ্ধে ।
অভিযুক্ত মহিলা কহিনুর বেগম (৪০) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টায় নির্যাতনে আহত দুই সন্তানের জননী লাকি বেগম (২৫) বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। নির্যাতিত লাকি বেগম জানান, জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া গ্রামের মজিবর নামে এক ব্যক্তিকে তিনি চাচা ডাকতেন।
এই সূত্রধরে ওই চাচা প্রায়ই তার বাসায় আসা-যাওয়া করতো। এতে মজিবরের স্ত্রীর সন্দেহ দেখা দিলে গত শুক্রবার রাতে কৌশলে তাকে মজিবরের স্ত্রী তার বাসায় ডেকে নিয়ে যায় এবং বাসায় আটকিয়ে রেখে রাতভর তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন জায়গা জখম হয়। একপর্যায়ে ওই মহিলা তার মাথার চুল কেটে ফেলে। এসময় তার সাথে থাকা নয় বছরের এক শিশুকেও মারধর করে সে। তিনি আরো জানান, সে মিটফোর্ড এলাকায় মনা কমপ্লেক্সে একটি কারখানায় কাজ করতো। সেটিও কিছুদিন হলো বন্ধ রয়েছে। মেয়ে রাবেয়া (৯) ও ছেলে হাসিবুল (৩) কে নিয়ে পুর্ববন্দ ডাকপাড়া এলকায় জনৈক সেলিমের বাড়িতে ভাড়া থাকে।
তার স্বামী আবু তাহের রাজধানীর একটি থানার মামলায় দীর্ঘদিন যাবত কারাগারে রয়েছে। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার বিবিচিনা গ্রামে । তার বাবার নাম মৃত আব্দুল ছাত্তার মিয়া। কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এ এসআই মোঃ রাকিব হোসেন বলেন, নির্যাতিত মহিলার অভিযোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ