Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ও বিষাক্ত মদ পানে নিহত ৬

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাজার এলাকায় ট্রাক-সিএনজি-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে মো: ফালান ওরফে সোহেল (২৮), মো: আফজাল খান (২৮) এবং মো: চান মিয়া ফকির (২৯)। এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ২টায়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে । তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, রাত ২টার সময় সিএনজি অটোরিক্সাটি রাজধানীর পোস্তাগোলা এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে আসছিল এবং ট্রাকটি পোস্তাগোলার দিকে দ্রæতবেগে যাচ্ছিল। এসময় ইকুরিয়া বাজার এলাকায় পৌঁছামাত্র তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার দুই যাত্রী ফালান ও আফজাল খান নিহত হয় । গুরুতর আহত অবস্থায় সিএনজি অটো রিক্সার ড্রাইভার চান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৪০৯৬) আটক করলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নিহত ফালানের বাবার নাম মো: শহিদ । বাড়ি মাদামরীপুর জেলার কালকিনি থানার লক্ষীপুর গ্রামে এবং নিহত আফজাল খানের বাবার নাম মৃত সোরহাব খান । বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার চরব্রেড গ্রামে। আর নিহত ড্রাইভারের বাবার নাম মো: আব্দুর রাজ্জাক। বাড়ি মাদারীপুর জেলায়। নিহত ফালান ও আফজাল কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা এলাকায় থাকতো। দক্ষিণ কেরানীগঞ্জের ওসি মো: মনিরুল ইসলাম সংঘর্ষে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষাক্ত মদ পান : অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাবিব নগরের বালুরমাঠ এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করে তিনজনের করুণ মৃত্য ও দুইজন গুরুতরভাবে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মোঃ শরিফ হোসেন (৪১) ও মোঃ সজল (৩১) নামে দুইজনের নাম জানা গেছে। নিহত অপর ব্যক্তি ও অসুস্থদের নাম এখনো জানা যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুর রহিম সত্যতা স্বীকার করে বলেন, গত শুক্রবার রাতে হাবিব নগরের বালুর মাঠ এলাকায় আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়ে জনৈক মোঃ লিটন হোসেনের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় আনন্দরত অবস্থায় বালুর মাঠে একটি দোকানে বসে নিহত শরিফ ও সজলসহ ৫ জন বিষাক্ত মদ পান করে। এসময় মুহুর্তের মধ্যেই গুরুতরভাবে অসুস্থ অবস্থায় নিহত শরিফ ও সজলসহ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । গতকাল শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারা তিনজনেই সেখানে মারা যায় । নিহতদের মধ্যে দুইজনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এবং অপরজনের বাড়ি মডেল কেরানীগঞ্জ থানায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ