Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরিত্যক্ত ট্রাক থেকে শতাধিক অভিবাসী উদ্ধার মেক্সিকোয়

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলে মার্কিন সীমান্তের কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় আমেরিকান ওই অভিবাসীদের মধ্যে বহু শিশুও রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীরা হুন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দা। তারা সবাই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। তামাওলিপাস এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর অভিবাসীদের দেখতে পান সেনা সদস্যরা। ওই এলাকা ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন অভিবাসীরা। প্রতি বছর নিজেদের দেশের দারিদ্র্য আর সংঘাত থেকে পালাতে কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রের কয়েক হাজার মানুষ মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করেন। অনেক সময় মানব পাচারকারীদের খপ্পরে পড়েন এসব অভিবাসীরা। পাচারকারীরা তাদের নির্দিষ্ট অর্থের বিনিময়ে সীমান্ত পারাপার করে দেয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বেশিরভাগ সময়ই অভিবাসীদের কোথাও ফেলে রেখেই পালিয়ে যায়। শুধু তাই নয় অভিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয়। মেক্সিকোর অভিবাসী সংস্থা আইএনএম জানিয়েছে, সেনারা তামাওলিপাসের কামারগো শহরে টহল দিচ্ছিল। সেখানে তারা একটি পরিত্যক্ত ট্রাক দেখতে পান যেখানে ১০৩ জন অভিবাসী ছিল। এর মধ্যে ৩৬ জনই শিশু। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ