Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্নামেন্ট

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা: মহান আন্তর্জাতিক মাতৃভাষার নামে যুব সমাজকে উজ্জীবিত করার প্রয়াসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৮-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মাসুদ বেলাল জুটি আমেরিকা প্রবাসী আবু মাঝিরহাটকে ২-০ সেটে হারিয়ে একে পোল্ট্রি বসুরহাট চ্যাম্পিয়ন হয়। গত শুক্রবার দিনগত রাত প্রায় ৯টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে দাতা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের আয়োজনে এ খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম, বিপিএম (সেবা)।
উপজেলা যুবলীগের সদস্য শওকত আজিম জাবেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সহকারি কমিশনার (ভ‚মি) মো. মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, চরপার্বতী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধরী শাহীন, চরএলাহী ইউপি চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক, বাটইয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, খেলার আহŸায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক হামিদুর রশিদ বিপ্লব, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ সভাপতি শাহ ফরহাদ লিংকন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মানিক, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি নূরে মাওলা রাজু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আম্পায়ার মো. কামাল হোসেন, মো. শাহ আলম, ইস্কান্দার মাহমুদ, জামাল উদ্দিন মাসুদ, মো. রফিক উল্যাহ, আবদুল কাদের রাসেল, মো. শরফুদ্দিন শাহীন, সোয়েব উদ্দিন, সাইফুল ইসলাম রুবেল ও মো. রাসেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোল্ডকাপ

২৯ ফেব্রুয়ারি, ২০২০
২২ জানুয়ারি, ২০২০
১৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ