Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী রাজু খুনের ঘটনায় গ্রেফতার ২

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:১৪ পিএম

শেরপুর জেলা শহরের শেখহাটির রড সিমেন্টর ব্যবসায়ী রাজু হত্যার ঘটনায় শেরপুর সদর থানায় ৪জনকে আসামী করে রাজুর বড় ভাই শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত রাজুর বন্ধু আসাদুজ্জামান লিমন ও ছানোয়ার হোসেন শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে ২৪ ফেব্রুয়ারি বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ২২ ফেব্রুয়ারি রাতে কে বা কারা ব্যবসায়ী রাজুকে ১ লক্ষ ২৫ হাজার পাওনা টাকা দেয়ার কথা বলে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে আসতে বলে। পরে সে খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ের দিকে আসার বেশ কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে ফোন দিলে ফোন রিসিভ করে দুর্বৃত্তরা বন্ধ করে দেয়। এর পরে আর তাকে পাওয়া যায়নি। সারারাত তারা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির পরও তারা খুঁজে পায়নি। আজ ২৩ ফেব্রুয়ারি সকালে কান্দাপাড়ার একটি ধান ক্ষেতে গলায় ওড়না পেঁচানো ও ধারালো ছুড়ির আঘাতের চিহ্নসহ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এসময় রাজুর ব্যবহৃত এপাচি মোটর সাইকেল, মোবাইল ও খুনিদের একটি স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শেরপুর সদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আব্দুল্লাহ আল মামুন, রাজুকে খুনের ঘটনায় মামলা দায়ের এবং দুই আসামীকে গ্রেফতারের কথা নিশ্চিত করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান। পুলিশ এঘটনায় ২/৩টি বিষয় মাথায় নিয়ে কাজ করছে। তবে তদন্তের স্বার্থে এ মূহুর্তে কিছু বলছেনা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার ২

২৭ ফেব্রুয়ারি, ২০২২
৭ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ