Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিবগঞ্জে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার গ্রেফতার ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ৫:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলভার, চারটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাখোরআলী বাজার এলাকার বেনজির ইসলাম ওরফে জহুর আলীর ছেলে সোহেল রানা পাচু (২৭) ও গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুকরাবাড়ি এলাকার মৃত শামছুদ্দিন ওরফে ভোলার ছেলে মইনুল ইসলাম (৩৮)। র‌্যাব জানায়, অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর গ্রামের আঁখ মাড়াই কলের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলভার, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মইনুলকে আটক করা হয়। এরআগে সন্ধ্যায় র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাখরআলী এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ সোহেল রানা পাচুকে গ্রেফতার করে। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার ২

২৭ ফেব্রুয়ারি, ২০২২
৭ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ