গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার ২৯০ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার বাজার মূল্য সাত লাখ টাকা। গত রোববার রাতে র্যাব-১০ এর একটি দল বাবুবাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতার ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্য হলেন, সোহেল ও আবুল কাশেম সরকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।