Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের বাধায় বিএনপির ‘কালো পতাকা’ মিছিল পণ্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ডাকা পূর্ব ঘোষিত ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি দফায় দফায় পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কর্মসূচি আহ্বান করা হলেও সকাল ৯টা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন। 

একপর্যায়ে নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থানের চেষ্টা করলে পুলিশ ওয়াটার ক্যানন ছোড়ে। এরপর নেতাকর্মীরা কার্যালয়ের ফটকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। 

এদিকে ডিবি পুলিশ সদস্যরা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়া পুলিশি বাধায় ১৫-২০ জন কর্মী আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত দলটির কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি ও গোয়েন্দা পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। 

এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে  সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা দেন।

স্টাফ রিপোর্টারপুলিশের বাধায় বিএনপির ‘কালো পতাকা’ মিছিল পণ্ডবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ডাকা পূর্ব ঘোষিত ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি দফায় দফায় পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কর্মসূচি আহ্বান করা হলেও সকাল ৯টা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন। 
একপর্যায়ে নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থানের চেষ্টা করলে পুলিশ ওয়াটার ক্যানন ছোড়ে। এরপর নেতাকর্মীরা কার্যালয়ের ফটকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। 
এদিকে ডিবি পুলিশ সদস্যরা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়া পুলিশি বাধায় ১৫-২০ জন কর্মী আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত দলটির কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি ও গোয়েন্দা পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। 
এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে  সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা দেন।



 

Show all comments
  • গনতন্ত্র ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ২:০১ পিএম says : 0
    জনগন বলছেন, এই আইয়ুব খানের প্রথা, দু'দিন পরে পড়বে জোতা আর জোতা, সব সীমা ছাড়িয়ে যাচ্ছ ওরে স্বৈরাচার, ৭১এর গর্জে গর্জিলে জনতা রক্ষা হবে না আর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ