Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ বিরতির পর আবারো জুটিবদ্ধ হলেন আমিন খান ও পপি

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়ক আমিন খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি যে ক’টি চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে কিংবা সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন প্রায় সবগুলো চলচ্চিত্রই দর্শকপ্রিয়তা পেয়েছে। দীর্ঘ বিরতির পর এই জুটিকে আবারো দর্শক পর্দায় দেখতে পাবেন। কারণ তারা দু’জন জুটি হিসেবে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রে আবারো জুটি হিসেবে অভিনয় করবেন আমিন খান পপি। বিষয়টি নিশ্চিত করেছেন আমিন খান ও পপি। আবারো পপির সঙ্গে একই জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘পপি আর আমি যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছি প্রায় সবগুলোই ব্যবসা সফল হয়েছিল। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর হিসেব করে দেখলাম যে অনেক চলচ্চিত্রেই তার সঙ্গে অভিনয় করা হয়েছে। পপি এমনই একজন নায়িকা যে তার অভিনয় জীবনের শুরু থেকেই সবসময়ই তার চরিত্রানুযায়ী ভালো অভিনয় করার চেষ্টা করে। প্রচÐ পরিশ্রমী একজন নায়িকা পপি। ভালো অভিনয় করেই বলে এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, চলচ্চিত্রে তার পথচলা বিশ বছরেরও বেশি হলেও এখনো সে তার শারীরিক ফিটনেস’র ব্যাপারে দারুণ সচেতন। এখনো দেখতে পপি সেই আগেরই মতো। তার এই সচেতনতাই তাকে এখনো আলোচনায় রেখেছে, কাজের মধ্যে রেখেছে।’ পপি বলেন, ‘আমিন ভাই আমার দেশী ভাই, আমার দেশী হিরো। আপাদমস্তক একজন ভদ্র মানুষ, ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে যখন তিনি থাকেন তখন ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি সবসময়ই একটু বেশি আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ। আমি খুউব আশাবাদী সাহসী যোদ্ধা চলচ্চিত্রটি নিয়ে। আর অবশ্যই ধন্যবাদ দিতে চাই সাদেক সিদ্দিকী ভাইকে আমাদের দু’জনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য।’ আগামীকাল বিকেল চারটায় আমিন খান পপি’র ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের শুভ মহরতের আয়োজন করা হয়েছে। কাল থেকে বিএফডিসিতে শূটিং হবে দু’দিন। এরপর আগামী মার্চ মাস জুড়ে চলচ্চিত্রটির শূটিং হয়ে শেষ হবে। আমিন খান ও পপি প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন দীলিপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’। এরপর তারা দু’জন বিভিন্ন সময়ে জুটি হয়ে এবং সহশিল্পী হিসেবে ‘মা আমার বেহেস্ত’, ‘লুটপাট’, ‘হীরা চুনি পান্না’,‘মন দিওয়ানা’, ‘বিশ্ব বাটপার’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘ক্ষ্যাপা বাসু’, ‘কসাই’সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ