Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পরমানু কৃষি গবেষণা কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হ্যালেঞ্চা গ্রামের পুলিশের এসআই কবির আহম্মেদের ছেলে তানভীর আহম্মেদ জুয়েল (২৪), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা সদরের কামাল মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০) ও অপর নিহত ব্যক্তির (২৮) পরিচয় পুলিশ জানাতে পারেনি। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী জানান, ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি যাত্রবাহী বাসের সাথে গোপীনাথপুরে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দু’ জন নিহত হয়। মারাতœক আহত হন অপর মাইক্রো যাত্রী। তাকে উদ্ধার করে সংকট জনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান। মাইক্রোতে ৩ জন ছিলেন বলে জানান গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ